স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জীবনে শুরু হয় নতুন এক অধ্যায়। এটা তাঁদের জীবন গড়ার গুরুত্বপূর্ণ একটি সময়। এ সময় তাঁদের জানা উচিত কোন কাজগুলো তাঁরা বেশি করবেন, আর কোন কাজগুলো বর্জন করবেন। কলেজজীবনের শুরু থেকেই অনেক শিক্ষার্থীর ঘাড়ে নিজের দায়-দায়িত্ব চলে আসে। এ জন্য এ টার্নিং পয়েন্টে শিক্ষার্থীদের সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। তাঁদের গুছিয়ে চলতে হবে। এসব নবীনের জন্য গাইডলাইন নিয়ে লিখেছেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মুরাদ হোসেন ।