Ajker Patrika
হোম > শিক্ষা

একাদশ শ্রেণিতে অধ্যয়নরত নবীন শিক্ষার্থীদের জন্য পরামর্শ

মো. মুরাদ হোসেন

একাদশ শ্রেণিতে অধ্যয়নরত নবীন শিক্ষার্থীদের জন্য পরামর্শ

স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জীবনে শুরু হয় নতুন এক অধ্যায়। এটা তাঁদের জীবন গড়ার গুরুত্বপূর্ণ একটি সময়। এ সময় তাঁদের জানা উচিত কোন কাজগুলো তাঁরা বেশি করবেন, আর কোন কাজগুলো বর্জন করবেন। কলেজজীবনের শুরু থেকেই অনেক শিক্ষার্থীর ঘাড়ে নিজের দায়-দায়িত্ব চলে আসে। এ জন্য এ টার্নিং পয়েন্টে শিক্ষার্থীদের সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। তাঁদের গুছিয়ে চলতে হবে। এসব নবীনের জন্য গাইডলাইন নিয়ে লিখেছেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মুরাদ হোসেন ।

  • ইন্টারমিডিয়েটের সিলেবাস একটু বড় এবং কঠিন। তাই পড়াশোনায় দিনের বেশির ভাগ সময় ব্যয় করতে হবে।
  • প্রতিটি বিষয়ের আলাদা নোটখাতা রাখতে হবে। প্রতি সপ্তাহে একবার করে আগের পড়া রিভিশন দেওয়ার চেষ্টা করতে হবে। তা সম্ভব না হলে প্রতি মাসে অন্তত একবার রিভিশন দিতেই হবে। 
  • যে কাজ না করলেও চলে তা থেকে একেবারে বিরত থাকতে হবে। অযথা সময় নষ্ট হয় এমন যেকোনো কিছু থেকে নিজেকে সরিয়ে নিতে হবে।
  • পড়াশোনায় সহযোগিতা পাওয়া যাবে এমন মানুষের (বন্ধু, সহপাঠী, প্রতিবেশী, আত্মীয়) সঙ্গে থাকার চেষ্টা করতে হবে।
  • বিশ্ববিদ্যালয়ে যাঁদের অধ্যয়নের ইচ্ছে রয়েছে, তাঁদেরকে শুরু থেকেই একটু বেশি পড়াশোনায় মনোযোগী হতে হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একটি প্রশ্নব্যাংক সঙ্গে রাখা যায়।
  • পড়াশোনার একঘেয়েমি দূর করতে মাঝেমধ্যে কো-কারিকুলার অ্যাকটিভিটিসে অংশ নিতে হবে। দেশপ্রেম জাগ্রত করতে হবে। ন্যায়-অন্যায়ের পার্থক্য বুঝে সে অনুযায়ী চলতে হবে।
  •  ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে পরিবারের সদস্যদের আশা-আকাঙ্ক্ষার দিকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
  • ধর্মীয় বিধিনিষেধ মেনে চলতে হবে। সদাচরণ, সহানুভূতি, সহমর্মিতা, সময়ানুবর্তিতা, ধৈর্যধারণের মতো গুণাবলি অর্জন করতে হবে।
  • যাঁরা মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের শিক্ষার্থী, তাঁদের এখন থেকে আয়ের উৎস তৈরিতে কাজ করতে হবে। তবে পড়াশোনায় বিঘ্ন ঘটে এমন কিছু করা যাবে না।
  • নিজের স্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ যত্নবান হতে হবে। অসুস্থতা, প্রতিকূলতায় পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে। নিজেকে প্রতিকূলতায় টিকে থাকার জন্য যোগ্য করে তুলতে প্রস্তুতি নিতে হবে।
  • নিয়মিত পড়তে বসতে হবে এবং দিনের পড়া দিনেই শেষ করতে হবে।

স্বপ্ন দেখি, ছাত্রছাত্রীরা দেশেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে: নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা

বিনা মূল্যে স্যাট প্রস্তুতি

ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

সাত কলেজ পরিচালিত হবে যেভাবে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

কানাডায় সম্পূর্ণ অর্থায়িত আসিয়ান বৃত্তি

২৭ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

ডেন্টালের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫১৮

আইইউটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

আজ থেকে টানা ৪০ দিন ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, ডিগ্রির সীমানা পেরিয়ে সম্ভাবনার পথে