হোম > শিক্ষা

বুয়েটের প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

২০২৪–২৫ শিক্ষাবর্ষের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) এ ফল প্রকাশ করা হয়।

ভর্তি-ইচ্ছুক ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটের ফলাফল দেখতে পারছেন। মূল ভর্তি পরীক্ষার নির্দেশনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে, গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন শিফটের প্রাক্-নির্বাচনী পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় শিফট দুপুর ১২টা থেকে বেলা ১টা এবং তৃতীয় শিফট বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

২৪ হাজার ২১১ জন শিক্ষার্থী প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এর মধ্যে ছাত্র ১৭ হাজার ৩৩৯ এবং ছাত্রী ৬ হাজার ৮৭২ জন। প্রাক্-নির্বাচনী পরীক্ষায় প্রথম শিফটে ৮ হাজার ৭১ এবং দ্বিতীয় ও তৃতীয় প্রতি শিফটে ৮ হাজার ৭০ জন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পান।

তবে প্রথম শিফটে ৭ হাজার ৩০২, দ্বিতীয় শিফটে ৭ হাজার ২৯৬ এবং তৃতীয় শিফটে ৭ হাজার ২৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে প্রাক্-নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়।

এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে শতাধিক বহিষ্কার

বিইউএফটিতে বরণ করা হলো নবীন শিক্ষার্থীদের

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল বুয়েট

ডাকসু নির্বাচনের পথনকশা ঘোষণা, কমিশন গঠন মে মাসে

ভুল থেকে না শেখাটা অপচয়

আইইএলটিএস লিসনিং (পর্ব-৯.২)

জিয়াংসু বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

ব্র্যাক ইউনিভার্সিটিতে রূপান্তরমূলক ভাষানীতিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাবির ‘গ’ ইউনিটে নতুন করে পরীক্ষার অনুমতি দিল হাইকোর্ট

পাঁচ বছর পর কুবিতে বৈশাখী মেলার আয়োজন