ইবি প্রতিনিধি
গত বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ষষ্ঠ ধাপের ভর্তির কার্যক্রম শেষ হয়েছে। এ পর্যন্ত ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী। তবুও এখনো ৬৫৬টি আসন খালি রয়েছে।
আজ শনিবার বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক ড. আহসান উল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে চারুকলা বিভাগ ব্যতীত মোট আসন রয়েছে ১ হাজার ৯৯০ টি। গত ১১ নভেম্বর প্রথম মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়। পর্যায়ক্রমে ষষ্ঠ ধাপের মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম গত বৃহস্পতিবার শেষ হয়। এ পর্যন্ত তিনটি ইউনিটে মোট ১ হাজার ৯৯০ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী। তবে, ইউনিটভিত্তিক শূন্য আসনের বিষয়ে জানাতে পারেনি আইসিটি সেল।
আসন খালি থাকায় আজ রোববার রাতে সপ্তম ধাপে তালিকা প্রকাশ করা হবে। এ তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা আগামী সোমবার পর্যন্ত বর্তি হতে পারবেন। তারপরও আসন খালি থাকলে পর্যায়ক্রমে মেধাতালিকা প্রকাশ করা হবে।
ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক বলেন, সপ্তম মেধাতালিকা থেকে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ থাকবে। তবে, ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে বিভাগ মাইগ্রেশন চলমান থাকবে।