Ajker Patrika
হোম > শিক্ষা > ক্যাম্পাস

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, স্কলারশিপের সুযোগ

বিজ্ঞপ্তি  

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, স্কলারশিপের সুযোগ
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, স্কলারশিপের সুযোগ। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর খ্যাতি, গবেষণার আধুনিকতা এবং উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগের কারণে বাংলাদেশের শিক্ষার্থীরা দিন দিন সেখানে পড়াশোনা করতে আগ্রহী হয়ে উঠছেন। এ ছাড়া স্নাতক শেষে চাকরি পাওয়ার সুযোগ এবং স্থায়ী বাসস্থানের সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকায় উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া আরও আকর্ষণীয় হয়ে উঠছে।

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার নতুন সুযোগগুলো সম্পর্কে জানার জন্য এডুকেশন কনসালটেন্সি ফার্ম পিএফইসি গ্লোবাল আয়োজন করেছে ‘অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো’। শিক্ষা মেলাটি আগামী ৬ জানুয়ারি ঢাকার হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা ওই দিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের থেকে সরাসরি কথা বলে জানতে পারবেন। আয়োজকদের দাবি, ভর্তিচ্ছুরা কোর্স, স্কলারশিপ, ভর্তির প্রক্রিয়া কিংবা গ্র্যাজুয়েশন পরবর্তী চাকরির সুযোগ নিয়ে সব প্রশ্নের উত্তরের জানতে পারবেন এই অনুষ্ঠান থেকে।

এ ছাড়া, উপস্থিত শিক্ষার্থীরা ইভেন্টে অ্যাপ্লিকেশন ফি ছাড়া সরাসরি তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন এবং জানতে পারবেন ১০০ পারসেন্ট পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ।

পিএফইসি গ্লোবাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই আয়োজন শিক্ষার্থীদের জন্য এক দারুণ সুযোগ, এখানে শিক্ষার্থীরা শীর্ষ অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারবেন। এতে শিক্ষার্থীরা তাঁদের পছন্দের প্রোগ্রাম, বিষয় এবং টিউশন ফি সম্পর্কেও বিস্তারিত তথ্য পাবেন।

এ ছাড়া অনুষ্ঠানে যারা অন স্পট অ্যাপ্লিকেশন করবেন তারা পাবেন একটি স্মার্টওয়াচ। আর যারা সফলভাবে ভিসা গ্রান্ট পাবেন তাঁরা উপহার হিসেবে পাবেন একটি অ্যাকশন ক্যামেরা।

নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপের দাবিতে আইইউবির শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

মতভিন্নতায় জাকসু নির্বাচন আয়োজনে সংকট সৃষ্টি হচ্ছে

ইলন মাস্কের নট-আ-বোরিং কম্পিটিশনে আইইউবির আসিফ ও আলিফ

গবেষণার মান উন্নয়নে আইইউবিএটির অসাধারণ পদক্ষেপ

দুর্দান্ত এক খুদে দৌড়বিদ মারুফ

জার্মানির বনে ড্যাফোডিলের আবু নওফেল সাজিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

বিজেএস পরীক্ষার ফি কমানোসহ তিন দাবিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবির তিন দপ্তরে নতুন মুখ