Ajker Patrika

ইবির তিন দপ্তরে নতুন মুখ

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন দপ্তরে নতুন দপ্তরপ্রধান নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে ভারপ্রাপ্ত পরিচালক করা হয়েছে উপ-রেজিস্ট্রার মো. মোয়াজ্জেম হোসেন, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে উপ-রেজিস্ট্রার ড. ওয়ালিউর রহমান পিকুল এবং ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক পদে উপ-রেজিস্ট্রার খন্দকার আব্দুল মজিদকে নিয়োগ দেওয়া হয়েছে।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করে যাবেন। তাঁরা বিধি মোতাবেক এসব পদের সব সুযোগ-সুবিধা পাবেন।

এর আগে গত মঙ্গলবার প্রশাসনিক পদে নিজেদের পছন্দের লোক নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কার্যালয়ে দফায় দফায় কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষকদের মধ্যে হট্টগোল হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত