হোম > শিক্ষা > ক্যাম্পাস

স্টেট ইউনিভার্সিটিতে পাবলিক স্পিকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি  

স্টেট ইউনিভার্সিটিতে পাবলিক স্পিকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘দ্য আর্ট অব পাবলিক স্পিকিং’ শিরোনামে একটি বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাবলিক স্পিকিং ক্লাবের আয়োজনে গত সোমবার সকালে ক্যাম্পাসের কনফারেন্স রুমে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নওজিয়া ইয়াসমিন। তিনি উদ্বোধনী বক্তব্যে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরেন।

ওয়ার্কশপের মূল বক্তা ছিলেন জনপ্রিয় লেখক, প্রশিক্ষক ও ভিডিও কনটেন্ট নির্মাতা সাদমান সাদিক এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম। তাঁরা ব্যক্তিগত ও পেশাগত জীবনে আত্মবিশ্বাস বৃদ্ধিতে পাবলিক স্পিকিংয়ের প্রয়োজনীয়তা ও এর কৌশল নিয়ে আলোচনা করেন। সেশনের শেষ অংশে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।

ওয়ার্কশপটিতে আরও উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন মো. সামসুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।

ওয়ার্কশপে বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং কর্মশালা শেষে তাঁদের সার্টিফিকেট দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং এসইউবি পাবলিক স্পিকিং ক্লাবের আহ্বায়ক মো. বায়েজীদ খান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটের ভর্তি আবেদন শুরু

উজ্জ্বল ক্যারিয়ারের দুয়ার খুলছে ইউসিএসআই ইউনিভার্সিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রীতির ইফতার

বিশেষ ছাড়ে গ্রিন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি শুরু

নানা গুণের রাইশা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন ১৪ মে

জাতির ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে মাভাবিপ্রবির দায়িত্ব নিয়েছি: উপাচার্য

গ্রিন ইউনিভার্সিটিতে বিশেষ ছাড়ে ভর্তি শুরু

বিইউএফটি-তে ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে শৈল্পিক অভিজাত্য প্রদর্শনী

বাংলাদেশে হার্ভার্ড এইচএসআইএল হ্যাকাথন ২০২৫-এর প্রথম হাব ইউআইইউ