হোম > শিক্ষা > ক্যাম্পাস

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ‘স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা

বিজ্ঞপ্তি  

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ‘স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা। ছবি: সংগৃহীত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.) মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি আ ন ম এহসানুল হক মিলন বলেন, দেশের ক্রমবর্ধমান বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে কর্মমুখী শিক্ষার সম্প্রসারণ ও দক্ষ জনবল সৃষ্টিতে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশের প্রথম টেকনিক্যাল ও ভকেশনাল ট্রেনিং (টিভিইটি) ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবে।

সভাপতি মোহাম্মদ শামসুল আলম লিটন বলেন, দক্ষতা ছাড়া শিক্ষা মূল্যহীন। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য হলো দক্ষ ও মানবিক গুণাবলি সম্পন্ন মানবসম্পদ তৈরি করা।

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটু, সম্মানিত সদস্য সিরাজুল হক চৌধুরী, কামরুন নেহার, তানভীর ইসলাম পাটোয়ারী, সেলিনা বেগম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও গণ্যমান্য অতিথিরা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটের ভর্তি আবেদন শুরু

উজ্জ্বল ক্যারিয়ারের দুয়ার খুলছে ইউসিএসআই ইউনিভার্সিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রীতির ইফতার

বিশেষ ছাড়ে গ্রিন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি শুরু

নানা গুণের রাইশা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন ১৪ মে

জাতির ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে মাভাবিপ্রবির দায়িত্ব নিয়েছি: উপাচার্য

গ্রিন ইউনিভার্সিটিতে বিশেষ ছাড়ে ভর্তি শুরু

বিইউএফটি-তে ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে শৈল্পিক অভিজাত্য প্রদর্শনী

বাংলাদেশে হার্ভার্ড এইচএসআইএল হ্যাকাথন ২০২৫-এর প্রথম হাব ইউআইইউ