ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের উদ্যোগে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়।
নবান্ন উৎসব উপলক্ষে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিরা ঐতিহ্যবাহী পিঠা-পুলির স্টল এবং সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রুহুল আমিন, বায়ার ক্রপসাইন্সের ব্যবস্থাপনা পরিচালক জাহীদুল ইসলাম এবং এ আর মালিক সিডের ব্যবস্থাপনা পরিচালক আতাউস স্বপন মালিক।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইইউবিএটির কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস। কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের ডিন মো. শহীদুল্লাহ মিয়া এবং কো-অর্ডিনেটর মো. রেজাউল করিম অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে আইইউবিএটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নবান্ন উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা, যা সবার মন জয় করে। দিনব্যাপী এই আয়োজন গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ সৃষ্টি করে এবং তাদের মাঝে দেশীয় ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরে।