Ajker Patrika
হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবির মার্কেটিং বিভাগের গোল্ডেন জুবিলি ও গ্র্যান্ড রিইউনিয়ন উদ্‌যাপন

বিজ্ঞপ্তি  

ঢাবির মার্কেটিং বিভাগের গোল্ডেন জুবিলি ও গ্র্যান্ড রিইউনিয়ন উদ্‌যাপন
ঢাবির মার্কেটিং বিভাগের গোল্ডেন জুবিলি ও গ্র্যান্ড রিইউনিয়ন। ছবি: সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং ডিপার্টমেন্টের গোল্ডেন জুবিলি ও গ্র্যান্ড রিইউনিয়ন। গত ১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল প্লে গ্রাউন্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ৭ ডিসেম্বর শুরু হয় সপ্তাহব্যাপী এই আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাবি উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান। উদ্বোধনী বক্তব্য দেন ঢাবি মার্কেটিং ডিপার্টমেন্টের সাবেক প্রফেসর সৈয়দ আবুল কালাম আজাদ। বিশেষ বক্তা ছিলেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মো. শরীফুল আলম। সম্মানিত অতিথি ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও ঢাবি মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম।

এদিন কর্মসূচির মধ্যে ছিল সাংস্কৃতিক আয়োজন, আজীবন সম্মাননা, পুরস্কার বিতরণ ও র‍্যাফেল ড্র। অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের সকল শিক্ষক, অ্যালামনাই এর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

১৯৭৪ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ প্রতিষ্ঠিত হয়। মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাবির সহযোগিতায় এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।

বিইউএফটি-তে ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে শৈল্পিক অভিজাত্য প্রদর্শনী

বাংলাদেশে হার্ভার্ড এইচএসআইএল হ্যাকাথন ২০২৫-এর প্রথম হাব ইউআইইউ

কুইন্স ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নারী নির্যাতনের বিরুদ্ধে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ

নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপের দাবিতে আইইউবির শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

মতভিন্নতায় জাকসু নির্বাচন আয়োজনে সংকট সৃষ্টি হচ্ছে

ইলন মাস্কের নট-আ-বোরিং কম্পিটিশনে আইইউবির আসিফ ও আলিফ

গবেষণার মান উন্নয়নে আইইউবিএটির অসাধারণ পদক্ষেপ

দুর্দান্ত এক খুদে দৌড়বিদ মারুফ

জার্মানির বনে ড্যাফোডিলের আবু নওফেল সাজিদ