Ajker Patrika
হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইউআইইউতে ‘বায়োমেকানিক্স অব মেন্টাল হেলথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি  

ইউআইইউতে ‘বায়োমেকানিক্স অব মেন্টাল হেলথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ইউআইইউতে ‘বায়োমেকানিক্স অব মেন্টাল হেলথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘বায়োমেকানিক্স অব মেন্টাল হেলথ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ইউআইইউ ক্যাম্পাসে এই সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মো. তাহের আবু সাইফ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য এ বি এম বদরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক প্রফেসর ইমেরিটাস এম রিজওয়ান খান।

এ ছাড়া বক্তব্য দেন ইউআইইউ স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর হাসান সারওয়ার, ইউআইইউ সিএসআইআরএসের পরিচালক এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মো. মুজিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং প্রক্টর রুমানা আফরিন এবং এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মোহাম্মদ মিজানুর রহমান।

আলোচনার শুরুতে অধ্যাপক মো. তাহের আবু সাইফ যুক্তরাষ্ট্রে তাঁর গবেষণার অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে গুণী এই বিজ্ঞানী আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশে উচ্চতর গবেষণার জন্য একটি মাইক্রো-ইলেকট্রনিকস ল্যাব স্থাপনের বিষয়ে। সে জন্য তিনি বুয়েটসহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজের আহ্বান জানান।

মূল বক্তব্যে তাহের বলেন, মানুষের বয়স বৃদ্ধির পরও, এমনকি বয়স ৬৫ বছর পার হলেও সঠিক এবং পরিমিত ব্যায়াম, হাঁটাচলা ও পরিশ্রমের ফলে তাঁর মস্তিষ্কের কোষগুলোর কার্যকারিতা ধরে রাখা সম্ভব। বয়স ৬৫ বছর পার হলেও নিয়মিত হাঁটাচলা বা ব্যায়ামের মাধ্যমে মস্তিষ্কের নতুন কোষ তৈরি হয় মানব শরীরে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান তাঁর শিক্ষা এবং গবেষণার অভিজ্ঞতাগুলো তুলে ধরেন। এ সময় তিনি মানসম্মত উচ্চশিক্ষা এবং গবেষণায় করণীয়গুলো বিষয়ে জোর দেন। একই সঙ্গে তিনি শিক্ষা এবং গবেষণায় ইউআইইউয়ের সঙ্গে আরও বেশি কাজের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইউআইইউর ট্রেজারার মোহাম্মদ আবদুল মোকাদ্দেম, রেজিস্ট্রার মো. জুলফিকার রহমান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তারা, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, গবেষক এবং সাংবাদিকেরাসহ বিভিন্ন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।

নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপের দাবিতে আইইউবির শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

মতভিন্নতায় জাকসু নির্বাচন আয়োজনে সংকট সৃষ্টি হচ্ছে

ইলন মাস্কের নট-আ-বোরিং কম্পিটিশনে আইইউবির আসিফ ও আলিফ

গবেষণার মান উন্নয়নে আইইউবিএটির অসাধারণ পদক্ষেপ

দুর্দান্ত এক খুদে দৌড়বিদ মারুফ

জার্মানির বনে ড্যাফোডিলের আবু নওফেল সাজিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

বিজেএস পরীক্ষার ফি কমানোসহ তিন দাবিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবির তিন দপ্তরে নতুন মুখ