হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবি উপাচার্য

ঈদের ছুটির যথাযথ ব্যবহার হবে বুদ্ধিমানের কাজ

পাঠকবন্ধু ডেস্ক

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি: সংগৃহীত

একটা বিশেষ সময়ে এবার ঈদুল ফিতর আমাদের সামনে হাজির হচ্ছে। নিরাপদ পরিবেশে আমরা পরিবারের সঙ্গে এই ঈদ আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব। ঈদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যাঁরা ঢাকায় থাকবেন, তাঁদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, যাঁরা বিশেষ কারণে পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পারছেন না, তাঁরা যেকোনো সময় ভিসি বাংলোতে আমার এবং আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন।

আমরা সবাই একটা পরিবারের মতো। তাই আমিও তাঁদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে চাই। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, এবার আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। এই ছুটিতে সেই ক্ষতি কিছুটা হলেও শিক্ষার্থীরা কাটিয়ে উঠতে পারবেন।

যেহেতু তাঁরা এবার একটা লম্বা ছুটি পাচ্ছেন, এটার যথাযথ ব্যবহার হবে বুদ্ধিমানের কাজ। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আমাদের বেশির ভাগ শিক্ষার্থী আবাসিক হল ছেড়ে যাচ্ছেন বলে শুনেছি। যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নে শিক্ষার্থীদের অনেক বেশি সচেতন হতে হবে।

বেশির ভাগ শিক্ষার্থীর ক্যাম্পাস ছেড়ে যাওয়ায় নিরাপত্তা একটা ইস্যু দেখা দিতে পারে। এ বিষয়ে সবার জায়গা থেকে আমাদের সচেতন থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনও নিরাপত্তা ইস্যুতে তৎপর রয়েছে। ঈদের ছুটিতে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে নজরদারি আরও বাড়ানো হবে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর।

ডাকসু নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবিতে স্মারকলিপি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ক্যাম্পাসে যেভাবে কাটল ঈদের দিন

দুই যুগে পদার্পণ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

বিদেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট স্বপ্নপূরণের সেরা ১০ বিশ্ববিদ্যালয়

ঈদে অবলা প্রাণীদের বন্ধু মিশকাত

দুই ভিসির ‘অনিয়মের পথে’ নতুন ভিসি

ইরাসমাস মুন্ডাস বৃত্তি পেয়ে ফিনল্যান্ডে যাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থী ইউসুফ

সবাই মিলে ঈদ

পাঠকবন্ধু এইউবি শাখার উদ্যোগে ইফতারি বিতরণ

ঈদ আনন্দে মিলুক প্রাণ