Ajker Patrika
হোম > বিনোদন > হলিউড

দ্য বিটলস ব্যান্ড নিয়ে চার সিনেমার ঘোষণা

বিনোদন ডেস্ক

দ্য বিটলস ব্যান্ড নিয়ে চার সিনেমার ঘোষণা
বিটলস বায়োপিকের চার অভিনেতা। ছবি: ইনস্টাগ্রাম

জনপ্রিয় ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর গল্প আসছে সিনেমার পর্দায়। এ খবর জানা গিয়েছিল গত বছর। সনি এন্টারটেইনমেন্ট ব্যান্ডটির বায়োপিক বানানোর পরিকল্পনা করছে অনেক দিন ধরে। এতে কারা অভিনয় করবেন, সে ঘোষণা এল সম্প্রতি। লাস ভেগাসে আয়োজিত সিনেমাকন উৎসবের মঞ্চে এসে পরিচালক স্যাম মেন্ডিস জানিয়ে দিলেন, একটি নয়, বিটলস ব্যান্ড নিয়ে চারটি সিনেমার পরিকল্পনা করেছেন তাঁরা।

দ্য বিটলস ছিল চার সদস্যের ব্যান্ড। প্রত্যেক সদস্যের দৃষ্টিভঙ্গিতে তৈরি হবে একেকটি সিনেমা। এতে জন লেননের চরিত্রে থাকবেন হ্যারিস ডিকিনসন, পল ম্যাককার্টনির চরিত্রে পল মেসকাল, জর্জ হ্যারিসনের চরিত্রে জোসেফ কুইন ও রিঙ্গো স্টারের চরিত্রে অভিনয় করবেন ব্যারি কেওগান। সিনেমাকন উৎসবে এ চার অভিনেতাও হাজির হয়েছিলেন।

রক গানের ইতিহাসে দ্য বিটলস সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত ব্যান্ড। বিটলস তৈরির ইতিহাস, ব্যান্ডের চার সদস্যের গল্প, তাঁদের জার্নি—প্রায় সবই জানা ভক্তদের। এ কথা মাথায় রেখেও পরিচালক স্যাম মেন্ডিস বলছেন, ‘আরও অনেক কিছু অজানা রয়েছে গেছে এ ব্যান্ড সম্পর্কে, সেসব গল্প আমরা এ সিনেমাগুলোয় দেখাব।’ জানা গেছে, ২০২৮ সালের এপ্রিলে মুক্তি পাবে এই চার সিনেমা।

ফিলিস্তিনের পাশে অ্যাঞ্জেলিনা জোলি, গাজাবাসীর সুরক্ষা নিশ্চিতের আহ্বান

‘ফারজি’র দ্বিতীয় সিজনে মুখোমুখি হবেন শহিদ-বিজয়

প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিলেন চলচ্চিত্র নির্মাতারা

ড. ইউনূসের সঙ্গে ইদ্রিসের দেখা, আপ্লুত দুজনেই

শাকিবের স্বপ্ন এবার ১০০ কোটির

অসুস্থতার ভুয়া খবরে বিব্রত ববিতা

ফ্রান্স ও কানাডার দুই উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

পার্থ ও বৃষ্টির ঈদের নাটক ‘এই শহরে মেঘেরা একা’

আগ্রহ বাড়াল সিকান্দারের বাদ দেওয়া দৃশ্য

আবারও ঢাকার মঞ্চে বিবর্তনের ‘ক্রীতদাস কথা’