Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেল সালমানের ‘সিকান্দার’

বিনোদন ডেস্ক

মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেল সালমানের ‘সিকান্দার’
সিকান্দার সিনেমায় সালমান খান। ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে আজ ৩০ মার্চ মুক্তি পেয়েছে সালমান খানের ‘সিকান্দার’। মেগা বাজেটের এ সিনেমা নিয়ে তুমুল উত্তেজনা বলিউড ভাইজানের ভক্তদের মধ্যে। অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও নজির গড়েছিল সিনেমাটি। স্বাভাবিকভাবেই মেগা ওপেনিংয়ের অপেক্ষায় বলিউড। কিন্তু মুক্তির আগেই বড়সড় ধাক্কা খেল সিকান্দার টিম।

সিকান্দার সিনেমার পোস্টারে সালমান ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত
সিকান্দার সিনেমার পোস্টারে সালমান ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

একাধিক অনলাইন প্ল্যাটফর্মে লিক হয়ে গেছে সিনেমাটি। অনলাইনে লিক হওয়ায় ব্যবসায় ধাক্কা খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, শনিবার গভীর রাতে সিনেমাটি অনলাইনে ছড়িয়ে পড়ে। একটি-দুটি নয়, ৬০০টি ওয়েবসাইটে সিনেমাটি ফাঁস হয়েছে। টেলিগ্রামের একাধিক গ্রুপে ঘুরে বেড়াচ্ছে সিকান্দারের ডাউনলোড লিঙ্ক।

সিকান্দার সিনেমায় সালমান খান। ছবি: সংগৃহীত
সিকান্দার সিনেমায় সালমান খান। ছবি: সংগৃহীত

বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। ইতিমধ্যে ৬০০ ওয়েবসাইট থেকে সিনেমাটি সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। সিনেমাটি কীভাবে ফাঁস হয়েছে বা কারা এ কাজ করেছে, তা এখনো জানা যায়নি। তবে নির্মাতারা পুলিশের কাছে আবেদন করেছেন, যাতে বিষয়টি নিয়ে তদন্ত করা হয়।

সিকান্দার পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস, তাঁর পরিচালনায় এটা প্রথম কাজ সালমানের। আরেক প্রথম, এতে রাশমিকা মান্দানা প্রথমবারের মতো হয়েছেন সালমানের নায়িকা। সিকান্দার নিয়ে শুরু থেকেই আশাবাদী বলিউড ভাইজান। মুক্তির আগেই তাঁর কণ্ঠে শোনা গিয়েছিল আত্মবিশ্বাসের সুর। জোর দিয়ে বলেছিলেন, ২০০ কোটির বেশি ব্যবসা করবে সিকান্দার। অনলাইনে ফাঁস হওয়ার পর কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার বিষয়।

ফিলিস্তিনের পাশে অ্যাঞ্জেলিনা জোলি, গাজাবাসীর সুরক্ষা নিশ্চিতের আহ্বান

‘ফারজি’র দ্বিতীয় সিজনে মুখোমুখি হবেন শহিদ-বিজয়

প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিলেন চলচ্চিত্র নির্মাতারা

ড. ইউনূসের সঙ্গে ইদ্রিসের দেখা, আপ্লুত দুজনেই

শাকিবের স্বপ্ন এবার ১০০ কোটির

অসুস্থতার ভুয়া খবরে বিব্রত ববিতা

ফ্রান্স ও কানাডার দুই উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

পার্থ ও বৃষ্টির ঈদের নাটক ‘এই শহরে মেঘেরা একা’

আগ্রহ বাড়াল সিকান্দারের বাদ দেওয়া দৃশ্য

আবারও ঢাকার মঞ্চে বিবর্তনের ‘ক্রীতদাস কথা’