শাহরুখকে হত্যার হুমকি দিয়ে ৫০ লক্ষ টাকা দাবি করেছে এক অজ্ঞাতনামা যুবক। এই ব্যক্তি কোনো সন্ত্রাসী দল বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের সদস্য কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ।
বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন ‘টক অব দ্য টাউন।’ প্রায় দুই মাস ধরে খবর চাউর হয় ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। তবে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে শোনা যাচ্ছে এক সঙ্গে পর্দায় জুটি বাধতে চলেছেন তাঁরা।
নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ মুক্তি পাবে দুই পর্বে। প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, রামায়ণের প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এক সময় বলিউডে চাউর হয় নবাব কন্যা সারা আলী খানের সঙ্গে প্রেম করছেন কার্তিক আরিয়ান। শুধু সারা নয় একাধিক বলিউড ডিভার সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে এই অভিনেতার। সম্প্রতি গুঞ্জন ওঠে কৃতি শ্যাননের সঙ্গে প্রেম করছেন কার্তিক আরিয়ান। বিয়ের পিঁড়িতেও নাকি বসছেন এই জুটি। তবে এসব গুঞ্জন নিয়ে মুখ খোলেননি কার্তিক। সম্প
বয়স ছাপিয়ে এখনো পর্দা কাঁপিয়ে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। এ বছর ২ নভেম্বর ৫৯ তম জন্মদিন উদ্যাপন করলেন তিনি। নিজের এই খ্যাতি ধরে রাখতে এখনো নিজের শরীরকে ফিট ও আকর্ষণীয় করে তোলার প্রবল ইচ্ছে ও আগ্রহ রয়েছে তাঁর। আর এ বিষয়ে পরামর্শ চাইলেন এক অনুজের কাছে। সে আর কেউ নয়, টাইগার শ্রফের কাছে...
নেটিজেনদের একাংশ তাঁদের এই নাম বেছে নেওয়ার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। অনেকের অভিযোগ, রণবীর-দীপিকা হিন্দু হয়েও কেন সন্তানের মুসলিম নাম রাখলেন!
বলিউডে একের পর এক হিট আইটেম গান উপহার দিয়েছেন নোরা ফাহেতি। কখনো ‘দিলবার দিলবার’ কখনো ‘সাকি সাকি’ গান দিয়ে পর্দা মাতিয়েছেন তিনি। কিন্তু বলিউডে নিজেকে পাকাপোক্ত করতে বেশ বেগ পেতে হয়েছিল এই আইটেম গার্লকে। অনেকে কাজের প্রতিশ্রুতি দিতেন, কিন্তু তাঁদের উদ্দেশ্য মোটেই সৎ ছিল না। কেউবা পরবর্তী ক্যাটরিনা হতে
প্রাক্তন স্ত্রী হলেও, আমির খানের সঙ্গে এখনো বেশ ভালো বন্ধুত্ব রয়েছে পরিচালক কিরণ রাওয়ের। দুজনের সম্মতিতেই তাঁরা একসঙ্গে না থাকলেও, তারা একসঙ্গে এখনো কাজ করেন। কিন্তু সেই বন্ধু আমিরকে নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন কিরণ রাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে...
সাদা ও গোলাপি থিমে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল। আয়োজন ছিল একেবারেই ছিমছাম ও পারিবারিক। বিশেষ দিনটি শুধু স্বামী ও তিন সন্তান নোয়া, আশহের ও নিশার সঙ্গে কাটিয়েছেন সানি।
বলিউডে কিং অব রোমাঞ্চ খ্যাত শাহরুখ খান ৬০ বছরে পা দিলেন। গতকাল তাঁর ৫৯ তম জন্মদিন পালন করেছেন তিনি। তাঁর এই ক্যারিয়ারের পেছনের গল্প বলতে গিয়ে শাহরুখ সম্মানের সঙ্গে উল্লেখ করলেন সকল নায়িকা ও নারী অভিনেত্রীদের কথা, যাদের সঙ্গে পর্দায় জায়গা হয়েছিল। অকপটে স্বীকার করলেন অভিনয়ে দক্ষতায় ‘কিং খান’ হয়ে ওঠার
২ নভেম্বর মানেই ‘শাহরুখ ডে’। এ দিন দেখা দেন বলিউড বাদশাহ। প্রিয় তারকার দেখা পেতে জন্মদিনের মধ্যরাতে তাঁর বাড়ি মান্নাতের সামনে জড়ো হন হাজারো ভক্ত।
দীপাবলিতে মেয়ের নাম জানালেন বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। দীপবীর মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং। গতকাল ইনস্টাগ্রামে মেয়ের পায়ের একটি ছবি দিয়ে নাম প্রকাশ্যে আনেন দীপিকা।
নব্বইয়ের দশকে আন্ডারওয়ার্ল্ডের হুমকির একটি ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। সোমি আলী। বার্তা সংস্থা আইএএনএস–এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সোমি আলী সেই সময়ে সালমান খানের সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেছেন। পাশাপাশি বলিউডের সঙ্গে তাঁর সম্পর্ক, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের প্রভাব এবং আর
দর্শক একেবারেই পছন্দ করেননি লাল সিং চাড্ডা। সমালোচিত হয়েছে এ সিনেমায় আমির খানের অভিনয়ও। তবে লাল সিং চাড্ডা নিয়ে উল্টো কথা জানালেন ফরেস্ট গাম্প অভিনেতা টম হ্যাঙ্কস।
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান নিয়ে ‘মশকরা’ করা হয়েছে। এমন অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন শ্রীজাত।
এ সপ্তাহের সিনেমা
গত ২৪ অক্টোবর বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল বলিউড সিনেমা ‘স্ত্রী ২’। কিন্তু সময়মতো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় তা সম্ভব হয়নি।
দিওয়ালি উপলক্ষে ১ নভেম্বর বলিউডে মুক্তি পাচ্ছে ‘ভুল ভুলাইয়া থ্রি’ ও ‘সিংহাম অ্যাগেইন’। সিনেমা দুটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। তবে মুক্তির একদিন আগে বলিউডের এই দুই সিনেমা নিষিদ্ধ করে দিয়েছে সৌদি আরব।