হোম > বিনোদন > সিনেমা

পায়ে প্লাস্টার নিয়েই হলে হলে মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক, ঢাকা

পায়ে প্লাস্টার নিয়ে গতকাল হল ভিজিটে আসেন মোশাররফ। ছবি: সংগৃহীত

সিনেমার প্রচারে শিডিউল নেওয়ার জন্য অভিনেতা মোশাররফ করিমের পেছনে লোক লাগিয়েছেন নির্মাতা শরাফ আহমেদ জীবন। একসময় বিরক্ত হয়ে জীবনকে চেয়ারে হাত-মুখ বেঁধে রাখেন মোশাররফ। এমনটাই দেখা যায় ‘চক্কর ৩০২’ সিনেমার প্রমোশনাল ভিডিওতে। সেখানে ঈদে সিনেমা মুক্তির খবর জানিয়ে শেষে মোশাররফকে বলতে শোনা যায়, ‘সিনেমা রিলিজও হবে, প্রমোশনও হবে’। তবে সিনেমা মুক্তির আগে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার শেষে টিউমার অপসারণ করা হয় তাঁর। তবু নিজের দেওয়া কথা থেকে সরে আসেননি। পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে বসেই সিনেমার প্রচারে হলে হলে ঘুরছেন মোশাররফ করিম।

ঈদের দিন থেকে বিভিন্ন সিনেপ্লেক্সে চলছে সরকারি অনুদানে নির্মিত চক্কর ৩০২। মুক্তির দুই দিন আগে রাজধানীর বিমানবন্দর-সংলগ্ন সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত প্রিমিয়ার শোতে মোশাররফ করিম যখন প্রবেশ করেন, তাঁকে দেখে অবাক হয়েছিলেন উপস্থিত সবাই। কারণ, আর দশ দিনের মতো স্বাভাবিক ছিলেন না তিনি। পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে করে অনুষ্ঠানে প্রবেশ করেন অভিনেতা। সে সময় তিনি জানান, তাঁর পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করে টিউমার সরানো হয়েছে। এরপর একই পায়ে একটি ফোড়া হয়। ফোড়ার এমন অবস্থা হয় যে একসময় ফেটে যায়, যা ক্ষতের সৃষ্টি করে।

প্রিমিয়ারে উপস্থিত হয়েই নিজের দায়ভার শেষ করেননি মোশাররফ। গতকাল রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে চক্কর সিনেমার শো চলাকালীন হাজির হন অভিনেতা। কথা বলেন সিনেমা নিয়ে। অসুস্থ শরীর নিয়ে হল ভিজিট প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এখানে এসেই আমি সুস্থতা বোধ করছি। বিছানায় শুয়ে থাকতে কারও ভালো লাগার কথা নয়। অসুস্থতার কারণে বেশ কয়েক দিন ধরে শুয়ে থাকতে হচ্ছে, সামনেও কিছুদিন এভাবে থাকতে হবে। নিজের কিছুটা অসুবিধা হলেও সবার সঙ্গে দেখা হলো। একসঙ্গে বসে সিনেমাটি দেখার অভিজ্ঞতাটাও জমা থাকল।’

প্রথম দিন থেকে দর্শকের নজরে এসেছে চক্কর ৩০২। সময়ের সঙ্গে বাড়ছে দর্শকসংখ্যা। গতকাল বেশির ভাগ শো ছিল হাউসফুল। চক্কর নিয়ে দর্শকের আগ্রহ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘প্রিমিয়ার শো দেখার পর ভীষণভাবে ফিল করছিলাম, দর্শক সিনেমাটি গ্রহণ করবে। ঘটনাটা তাই ঘটছে। এই যে দর্শক বলছে, টিকিট পাচ্ছে না। এটাই তো আমাদের অনুপ্রেরণা। আমি খুব কৃতজ্ঞ, এই সিনেমা দর্শক গ্রহণ করছে, তাদের ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে, উই উইল রান। আরেকটা ভালো লাগা হলো, সিনেপ্লেক্সে বিদেশি সিনেমাও চলছে, সেখানে দর্শক বাংলা সিনেমাই বেশি দেখছে। এই মনোভাবটাকে আমি স্যালুট জানাতে চাই।’

মার্ডার মিস্ট্রি গল্পে নির্মিত হয়েছে চক্কর ৩০২। এতে মোশাররফ করিম অভিনয় করেছেন একজন তদন্ত কর্মকর্তার চরিত্রে। আরও আছেন ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, তারিন জাহান, মৌসুমী নাগ, রওনক হাসান, শাশ্বত দত্ত, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ওসমান হাদির মৃত্যু: শিল্পী-নির্মাতাদের উদ্বেগ ও শোক প্রকাশ

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস