হোম > বিনোদন > বলিউড

ঈদের দিন ভক্তদের দেখা দিলেন আমির-সালমান, আড়ালে রইলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন আমির খান ও সালমান খান। ছবি: সংগৃহীত

প্রতি বছর ঈদে বান্দ্রার গ্যালাক্সি আবাসনের সামনে জড়ো হন ভক্তরা। সালমান খানকে এক নজর দেখার জন্য অপেক্ষায় থাকেন সবাই। নিরাপত্তা ইস্যুতে গত বছর মুখ দেখাননি অভিনেতা। তবে এ বছর আর অনুরাগীদের ফেরালেন না বলিউড ভাইজান। নিজের আবাসনের বারান্দায় প্রায় মাস তিনেক বাদে দেখা গেল তাঁকে।

এলেন, হাত নাড়লেন, ছুড়ে দিলেন চুমু। অন্যান্য বছর গ্যালাক্সির বারান্দা থেকে বাবা সেলিম খানকে পাশে নিয়ে অনুরাগীদের দেখা দেন সালমান। এবার আর গ্যালাক্সির খালি বারান্দায় নয়, বরং বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকেই ভক্তদের দেখা দিলেন তিনি। পরনে ছিল সাদা কুর্তা-পাজামা। তাঁর সঙ্গে ছিল সালমানের বোন অর্পিতার দুই সন্তান আয়াত ও আহিল। মামার দেখাদেখি হাত নাড়ল তারাও।

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন সালমান খান। ছবি: সংগৃহীত

অন্যদিকে, আমিরও সাদা পাঞ্জাবি পরে এসেছিলেন ভক্তদের সঙ্গে দেখা করতে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দুই ছেলে জুনায়েদ ও আজাদ। ভক্তদের মধ্যে নিজ হাতে মিষ্টি বিতরণ করেন আমির খান। জানা গেছে, প্রাক্তন দুই স্ত্রী রীনা ও কিরণও এদিন এসেছিলেন তাঁর বাড়িতে। প্রাক্তন ও বর্তমান সবাইকে নিয়ে খুশির ঈদ পালন করেছেন অভিনেতা।

আমির, সালমান—দুই খান প্রকাশ্যে এলেও দিনভর আড়ালে রইলেন শাহরুখ খান। মান্নাতের ছাদে দাঁড়িয়ে হাত নাড়েন শাহরুখ, প্রতি ঈদের চেনা ছবি এটা। তবে চলতি বছর সেই নিয়মে ভাটা পড়েছে।

. দুই সন্তানকে সঙ্গে নিয়ে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন আমির খান। ছবি: সংগৃহীত

সম্প্রতি মান্নাত ছেড়ে সপরিবারে অন্যত্র চলে গেছেন কিং খান। থাকছেন পালি হিলসের বাড়িতে। আর সেই কারণেই ঈদের দিন মান্নাতের ছাদে দেখা দেননি শাহরুখ! তবে দেখা না দিলেও অনুরাগীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেতা। শাহরুখ লিখেছেন, ‘ঈদ মোবারক, আমার মন কৃতজ্ঞতায় ভরে গেছে। আপনাদের দিনটি আলিঙ্গন, বিরিয়ানি এবং অফুরন্ত ভালোবাসায় ভরে উঠুক। সুখে থাকুন, নিরাপদে থাকুন, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।’

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

অবলোকন নাট্যদলের নতুন নাটক ‘গন্ধসূত্র’

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’