Ajker Patrika
হোম > বিনোদন

মমতার সঙ্গ ছাড়তে চাইছেন মিমি চক্রবর্তী

অনলাইন ডেস্ক

মমতার সঙ্গ ছাড়তে চাইছেন মিমি চক্রবর্তী

ভারতের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এখনো পদত্যাগপত্র গ্রহণ করেনি তৃণমূল কংগ্রেস। স্থানীয় নেতাদের সঙ্গে মতবিরোধেই দায়িত্ব ছাড়তে চাইছেন যাদবপুরের এই সংসদ সদস্য। 

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি। 

মিমি চক্রবর্তী বলেন, ‘যাদবপুর নিয়ে আমার স্বপ্ন ছিল। কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়েছি। একজন ব্যক্তি যখন চলচ্চিত্র ব্যাকগ্রাউন্ড থেকে রাজনীতিতে আসেন—তখন তিনি কাজ করেন না বলে খুব সহজেই অপমান করা যায়। আমি রাজনীতির নোংরামি বুঝি না।’ 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচন করে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হন। তিনি বিজেপির অনুপম হাজরা ও সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেন। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে সবুজ সংকেত পেলে তিনি লোকসভার স্পিকারের কাছে গিয়ে পদত্যাগপত্র দেবেন। মিমি বলেন, ‘আমি বিশ্বাস করি, রাজনীতি আমার জন্য নয়। কারণ, রাজনীতি করলে আমার মতো মানুষকে গালাগালি দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোকে। আমি জেনেশুনে জীবনে কারও কোনো ক্ষতি করিনি।’ 

মিমির বরাতে আনন্দবাজার জানায়, ২০২২ সালেও এই অভিনেত্রী সংসদ সদস্য পদ ছাড়তে চেয়েছিলেন। কিন্তু সেবারও মুখ্যমন্ত্রী তাঁকে অনুমতি দেননি। 

উল্লেখ্য, সম্প্রতি সংসদের দুটি স্ট্যান্ডিং কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেন মিমি।

তিন নায়কের লড়াই হবে ঈদে

সারেগামাপা শোর সেরা দেয়াশিনী ও অতনু

ইসরায়েলি দখলদারি নিয়ে ফিলিস্তিনি প্রামাণ্যচিত্র, জিতল অস্কারে সেরার পুরস্কার

অস্কারের ৯৭তম আসরে ‘আনোরা’র বাজিমাত

ওটিটিতে ফিরলেন জাহিদ হাসান

গান ও অভিনয়ে পারশা মাহজাবীন

এফডিসির পাওনা আদায়ে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

গত বছর সর্বাধিক আয় করা ১০ হলিউড অভিনেতা