বিনোদন প্রতিবেদক, ঢাকা
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। বাংলাদেশেও এই হামলার প্রতিবাদ জানাচ্ছে সর্বসাধারণ। শোবিজ তারকারাও শামিল হয়েছেন এই প্রতিবাদে। এবার ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে গান তৈরি করলেন জাহিদ নিরব। ‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিসা ও জাহিদ নিরব। কোরাস অংশে গলা মিলিয়েছেন মাহাভি, নিবিড়, তুষার ও নাঈম।
‘আর কত প্রাণ ঝরলে, থামবে এই অন্যায়/ আর কত নিথর দেহ ভাসবে রক্তের বন্যায়...’। এমন কথার গানটি লিখেছেন তুষার রহমান। সুর ও সংগীতায়োজন জাহিদ নিরবের। আকাশে উড়ছে মৃত লাশ গানটি নিয়ে জাহিদ নিরব বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রতিবাদের তিনটি ভাষা রয়েছে—নীরবতা, শব্দ আর রক্ত। এই সময়ে আমি শব্দকেই বেছে নিয়েছি। গানে গানে প্রতিবাদ জানিয়েছি। এটি আমার জন্য শুধু একটি গান নয়, বরং একটি আর্তনাদ—নিষ্পাপ শিশুদের, মায়েদের আর নিঃস্ব মানুষদের হয়ে তোলা এক চিৎকার। প্রতিদিন যখন গাজার আকাশে লাশ উড়ে বেড়ায়, তখন চুপ করে থাকা যায় না। আমি যুদ্ধ চাই না, মৃত্যুও চাই না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তো তুলতেই হয়। এই গান সেই সাহসিকতারই এক ছোট্ট প্রকাশ।’
জাহিদ নিরব আরও বলেন, ‘গাজায় অসহায় কান্না আমাদের শোনার দায় আছে। তাদের বাঁচানোর চেষ্টায় আমাদের কণ্ঠ যদি কিছু অবদান রাখতে পারে, সেটাই আমাদের সার্থকতা। এই কাজে যাঁরা আমার পাশে ছিলেন—সব শিল্পী, কলাকুশলী ও টেকনিক্যাল টিম—তাঁদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। সবার মিলেমিশে করা শ্রম আর ভালোবাসায় গানটি সম্ভব হয়েছে।’
গত বছরের শেষদিকে সলো ক্যারিয়ারে মনোযোগ দিতে চিরকুট ব্যান্ড ছাড়েন জাহিদ নিরব। সম্প্রতি চালু করেছেন স্টুডিও, পাশাপাশি শুরু করেছেন গানের স্কুল। নিজের কাজগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে ফেসবুকে খুলেছেন নিরবতা নামের পেজ। সেই পেজ থেকে প্রথম শেয়ার করা হয়েছে আকাশে উড়ছে মৃত লাশ গানটি।
জাহিদ নিরব বলেন, ‘নিজের ভাবনা, অনুভূতি আর গান—সবকিছু এখানে ধীরে ধীরে ছড়িয়ে দেওয়ার জন্য নিরবতা পেজটি। এই গান দিয়ে পেজের শুরু হবে, এমনটা ভাবিনি। তবে কিছু দায়িত্ব আমাদের কাঁধে নীরবে ভর করে। মানবতাই হোক শেষ কথা, মানবতারই হোক বিজয়।’
জাহিদ নিরবের ইউটিউব চ্যানেলেও প্রকাশ পেয়েছে প্রতিবাদী এই গান। সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কপিরাইট রাখেননি তিনি। জাহিদ বলেন, ‘কপিরাইট মুক্ত রেখেছি, যাতে যে কেউ এটি শেয়ার করতে পারে, আপলোড করতে পারে, ছড়িয়ে দিতে পারে। আমার একটাই চাওয়া, প্রতিবাদের এই ভাষা থেমে না যাক।’
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। বাংলাদেশেও এই হামলার প্রতিবাদ জানাচ্ছে সর্বসাধারণ। শোবিজ তারকারাও শামিল হয়েছেন এই প্রতিবাদে। এবার ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে গান তৈরি করলেন জাহিদ নিরব। ‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিসা ও জাহিদ নিরব। কোরাস অংশে গলা মিলিয়েছেন মাহাভি, নিবিড়, তুষার ও নাঈম।
‘আর কত প্রাণ ঝরলে, থামবে এই অন্যায়/ আর কত নিথর দেহ ভাসবে রক্তের বন্যায়...’। এমন কথার গানটি লিখেছেন তুষার রহমান। সুর ও সংগীতায়োজন জাহিদ নিরবের। আকাশে উড়ছে মৃত লাশ গানটি নিয়ে জাহিদ নিরব বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রতিবাদের তিনটি ভাষা রয়েছে—নীরবতা, শব্দ আর রক্ত। এই সময়ে আমি শব্দকেই বেছে নিয়েছি। গানে গানে প্রতিবাদ জানিয়েছি। এটি আমার জন্য শুধু একটি গান নয়, বরং একটি আর্তনাদ—নিষ্পাপ শিশুদের, মায়েদের আর নিঃস্ব মানুষদের হয়ে তোলা এক চিৎকার। প্রতিদিন যখন গাজার আকাশে লাশ উড়ে বেড়ায়, তখন চুপ করে থাকা যায় না। আমি যুদ্ধ চাই না, মৃত্যুও চাই না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তো তুলতেই হয়। এই গান সেই সাহসিকতারই এক ছোট্ট প্রকাশ।’
জাহিদ নিরব আরও বলেন, ‘গাজায় অসহায় কান্না আমাদের শোনার দায় আছে। তাদের বাঁচানোর চেষ্টায় আমাদের কণ্ঠ যদি কিছু অবদান রাখতে পারে, সেটাই আমাদের সার্থকতা। এই কাজে যাঁরা আমার পাশে ছিলেন—সব শিল্পী, কলাকুশলী ও টেকনিক্যাল টিম—তাঁদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। সবার মিলেমিশে করা শ্রম আর ভালোবাসায় গানটি সম্ভব হয়েছে।’
গত বছরের শেষদিকে সলো ক্যারিয়ারে মনোযোগ দিতে চিরকুট ব্যান্ড ছাড়েন জাহিদ নিরব। সম্প্রতি চালু করেছেন স্টুডিও, পাশাপাশি শুরু করেছেন গানের স্কুল। নিজের কাজগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে ফেসবুকে খুলেছেন নিরবতা নামের পেজ। সেই পেজ থেকে প্রথম শেয়ার করা হয়েছে আকাশে উড়ছে মৃত লাশ গানটি।
জাহিদ নিরব বলেন, ‘নিজের ভাবনা, অনুভূতি আর গান—সবকিছু এখানে ধীরে ধীরে ছড়িয়ে দেওয়ার জন্য নিরবতা পেজটি। এই গান দিয়ে পেজের শুরু হবে, এমনটা ভাবিনি। তবে কিছু দায়িত্ব আমাদের কাঁধে নীরবে ভর করে। মানবতাই হোক শেষ কথা, মানবতারই হোক বিজয়।’
জাহিদ নিরবের ইউটিউব চ্যানেলেও প্রকাশ পেয়েছে প্রতিবাদী এই গান। সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কপিরাইট রাখেননি তিনি। জাহিদ বলেন, ‘কপিরাইট মুক্ত রেখেছি, যাতে যে কেউ এটি শেয়ার করতে পারে, আপলোড করতে পারে, ছড়িয়ে দিতে পারে। আমার একটাই চাওয়া, প্রতিবাদের এই ভাষা থেমে না যাক।’
গত শনিবার হয়ে গেল অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। ২০২৫-২৮ মেয়াদের সভাপতি হয়েছেন আজাদ আবুল কালাম। গত কমিটির কিছু কার্যক্রম পড়েছিল প্রশ্নের মুখে। তাই নতুন কমিটির চ্যালেঞ্জটা এবার একটু বেশি। অভিনয়শিল্পী সংঘ নিয়ে নতুন সভাপতি আজাদ আবুল...
১ দিন আগেকবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। ‘কমলা রঙের বোধ’ নামের নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু। রাজধানীর মহিলা সমিতির মঞ্চে আগামী ৯ মে উদ্বোধনী প্রদর্শনী হবে নাটকটির। একই স্থানে ১০ ও ১১ মে কমলা রঙের বোধ নাটকের আরও চারটি প্রদর্শনী করার...
১ দিন আগেঅদ্ভুত দাবি ঊর্বশী রাওতেলার। ভারতের উত্তরাখন্ডে নাকি তাঁর নামে রয়েছে মন্দির! সেখানে ভক্তরা পূজা দিতে আসে, প্রদীপ জ্বালায়, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করে। তাঁর ছবির নিচে মাথা ঠেকিয়ে করে প্রণাম। ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে উঠেছে সমালোচনার ঝড়। ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।
১ দিন আগেসৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
২ দিন আগে