হোম > বিনোদন > বলিউড

মুক্তির আগেই অনলাইনে ছড়াছড়ি ‘সিকান্দার’, প্রথম দিনের আয়ে হতাশ পুরো টিম

সিকান্দার সিনেমায় সালমান খান। ছবি: সংগৃহীত

ঈদ ঘিরে বাজার ধরতে বরাবরই বলিউড সুপারস্টার খানদের সিনেমার একটি হাঁকডাক থাকে। এবারে মুক্তির অপেক্ষায় ছিল সালমান খানের ‘সিকান্দার’। মুক্তিও পেল, কিন্তু বক্স অফিসে এক দিনের আয় নিয়ে হতাশ নির্মাতা, প্রযোজক, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সকলে।

সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত সিকান্দার সিনেমাটির মুক্তির দিনে আয় মাত্র ২৬ কোটি রুপি। যা এই ঈদে মুক্তি পাওয়া ভিকি কৌশাল অভিনীত ‘ছাভা’ সিনেমার প্রথম দিনের আয়ের থেকেও কম। ছাভা একদিনে আয় করেছিল ৩১ কোটি রুপি।

শুধু তা-ই নয়, সিনেমাটি সালমান খানের আগের ব্লকবাস্টার ‘টাইগার জিন্দা হ্যায়’-এর প্রথম দিনের সংগ্রহের থেকেও কম। সিনেমাটির প্রথম দিনের আয় ছিল ৩৩ কোটি রুপি। তবে তাঁর ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমাকে ছাপিয়ে গেছে সিকান্দার। ওই সিনেমার প্রথম দিনের আয় ছিল ১৫ কোটি রুপি। সে তুলনায় বেশিই কামিয়েছে।

বিশ্লেষকেরা মনে করছেন, এর পেছনে অন্যতম কারণ সিকান্দার মুক্তির আগেই পাইরেসি হওয়া। ছড়িয়ে পড়া প্রায় ৬০০ সাইট থেকে সেগুলো সরানো হলেও, ক্ষতি যা হওয়ার, তা হয়েই গেছে।

সাকনিল্কের তথ্যমতে, সিকান্দার মূল হিন্দি সংস্করণে রোববার মাত্র সাড়ে ২৩ শতাংশ দর্শক পূর্ণতা পেয়েছে। সিনেমার বিপুল পরিমাণে প্রমোশনের পর এটি হতাশজনক।

সিকান্দার সিনেমার পোস্টারে সালমান ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে মেগা বাজেটের সিনেমা সিকান্দার মুক্তি নিয়ে তুমুল উত্তেজনা ছিল বলিউড ভাইজানের ভক্তদের মধ্যে। অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও নজির গড়েছিল সিনেমাটি। স্বাভাবিকভাবেই মেগা ওপেনিংয়ের অপেক্ষায় বলিউড। কিন্তু মুক্তির আগেই বড়সড় ধাক্কা খায় সিকান্দার টিম।

একাধিক অনলাইন প্ল্যাটফর্মে লিক হয়ে যায় সিনেমাটি। জানা গেছে, শনিবার গভীর রাতে সিনেমাটি অনলাইনে ছড়িয়ে পড়ে। একটি-দুটি নয়, ৬০০টি ওয়েবসাইটে সিনেমাটি ফাঁস হয়েছে। টেলিগ্রামের একাধিক গ্রুপে ঘুরে বেড়াচ্ছে সিকান্দারের ডাউনলোড লিংক।

বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। ইতিমধ্যে ৬০০ ওয়েবসাইট থেকে সিনেমাটি সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। সিনেমাটি কীভাবে ফাঁস হয়েছে বা কারা এ কাজ করেছে, তা এখনো জানা যায়নি। তবে নির্মাতারা পুলিশের কাছে আবেদন করেছেন, যাতে বিষয়টি নিয়ে তদন্ত করা হয়।

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

অবলোকন নাট্যদলের নতুন নাটক ‘গন্ধসূত্র’

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’