হোম > বিনোদন

বলিউডে রজতজয়ন্তী পূর্ণ হৃতিকের, নিজেকে লাজুক ছেলে বললেন অভিনেতা

ছবি: সংগৃহীত

বলিউড ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করলেন হৃতিক রোশন। তাঁর বাবার পরিচালনায় ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন।

ইন্ডাস্ট্রিতে রজতজয়ন্তী উপলক্ষে মুম্বাইয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেতা। সেখানে গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেয়ার করেন ব্যক্তিগত জীবনের কথা। কী তথ্য জানালেন বলিউডে হার্টথ্রব এই অভিনেতা?

বলিউড যাত্রার কথা স্মরণ করে হৃতিক জানান, ভক্তরাই তাঁকে একজন অভিনেতা এবং একজন মানুষ হিসেবে গড়ে তুলেছেন। নিজেকে ‘লাজুক ছেলে’ উল্লেখ করে তিনি বলেন, ‘গণমাধ্যম আমাকে আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক হতে সাহায্য করেছে।’

হৃতিক রোশনের ব্লকবাস্টার ডেবিউ সিনেমা ‘কহো না পেয়ার হ্যায়’ আগামী ১০ জানুয়ারি সিনেমা হলে পুনরায় মুক্তি পাবে। সিনেমার রজতজয়ন্তী উপলক্ষে জমকালো আয়োজনে উদ্‌যাপন করা হবে। গণমাধ্যমকে উদ্দেশ্য করে হৃতিক রোশন বলেন, ‘অনেক সময় আপনারা আমাকে দায়িত্বশীল হওয়ার অনুভূতি দিয়েছেন। অনেক সময় আপনারা আমাকে জবাবদিহির মধ্যে রেখেছেন। একজন লাজুক ছেলের জন্য এটি সহজ ছিল না।’

অভিনেতা এ-ও বলেন, ‘আপনারা (গণমাধ্যম) আমাকে আরও দায়িত্ববান করেছেন, আরও জবাবদিহির শিক্ষা দিয়েছেন এবং নিজের ভেতরে খুঁজতে শিখিয়েছেন যে, আমি কেমন একজন মানুষ হতে চাই। এ ছাড়া আপনাদের কথা এবং আপনাদের মধ্য দিয়ে মানুষ আমাকে বুঝতে পেরেছে।’

ছবি: সংগৃহীত

ওয়ার অভিনেতা আরও যুক্ত করেন, ‘আর এর বাইরেও, আপনাদের কথার মাধ্যমে মানুষ আমাকে বুঝেছে। আপনারাই তাঁদের দেখিয়েছেন কীভাবে আমাকে দেখতে হবে এবং কীভাবে আমাকে বোঝা উচিত। এ জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।’

২০০০ সালে ‘কহো না পেয়ার’ সিনেমা দিয়ে রাতারাতি তারকা বনে যান হৃতিক। এরপর তাঁর ঝুলিতে এসেছে, ‘কাভি খুশি কাভি গাম (২০০১)’, ‘লক্ষ্য (২০২৪)’, ‘যোধা আকবর (২০০৮)’, জিন্দেগি না মিলেগি দোবারা (২০১১) ’, ‘ধুম ২’ এবং ‘ওয়ার (২০১৯)’-এর মতো অসাধারণ সিনেমা।

আগামীতে হৃতিক রোশনকে দেখা যাবে ‘ওয়ার ২’ সিনেমায়। তাঁর সহ-অভিনেতা হিসেবে থাকবেন কিয়ারা আদভানি ও জুনিয়র এনটিআর। সিনেমাটি পরিচালনা করছেন আয়ন মুখার্জি।

শাহরুখ–সালমানরা কি নামাজ–রোজা করেন, যা জানালেন ফারাহ খান

আমি আর নেহা কাক্কারের বোন নই, সোনুর পোস্ট

ঈদের সিনেমার বিদেশযাত্রা শুরু, সিনেপ্লেক্সে নেমে গেল হলিউড সিনেমা

‘পাঁচফোড়ন’-এ বৈশাখী স্মৃতির ঝাঁপি খুলবেন বিজরী-দিনার

বিপ্রার প্রথম গান ‘পাবে না আমাকে’

তানভীর তারেকের উপস্থাপনায় ‘বৈশাখে বাঙালিয়ানায়’

ঢাকায় এসেও গাইতে না পেরে হতাশ মুস্তাফা জা‌হিদ, ভেন্যুই বুকিং দেয়নি আয়োজকেরা

গানে গানে ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানালেন তাঁরা

প্রথমবার একসঙ্গে প্রিন্স মাহমুদ ও হাবিব ওয়াহিদ

কৃষ ফোরে হৃতিকের সঙ্গে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া