Ajker Patrika
হোম > বিনোদন

এ সপ্তাহের ওটিটি

বিনোদন ডেস্ক

এ সপ্তাহের ওটিটি
‘স্কুইড গেম টু’ সিরিজের দৃশ্য। ছবি: সংগৃহীত

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

২ষ-ভাগ্য ভালো (বাংলা সিরিজ)

  • অভিনয়: মোশাররফ করিম, আফজাল হোসেন, সামিয়া অথৈ
  • মুক্তি: ২৫ ডিসেম্বর, চরকি
  • গল্পসংক্ষেপ: জ্যোতিষী মোশাররফ করিম অন্যের ভাগ্য গণনা করে। অথচ নিজের ভাগ্যটাই গুনে দেখতে পারে না। কেন পারে না? এমন প্রশ্নের মুখে দ্বন্দ্বে পড়ে যায় সে। গুরুর আদেশ অমান্য করে খুঁজতে শুরু করে নিজের হাতে কী লেখা আছে।

অ-পুরুষ (বাংলা সিনেমা)

  • অভিনয়: মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, সামিয়া অথৈ
  • মুক্তি: ২৬ ডিসেম্বর, বঙ্গ
  • গল্পসংক্ষেপ: দুর্ঘটনায় মারা যায় মফস্বলের এক শ্রমিকনেতা। মেয়ে মায়া বাবার মৃত্যুরহস্য খুঁজতে মাঠে নামলে ধর্ষণ করে হত্যা করা হয় তাকে। পুরো ঘটনার পেছনের খবর প্রকাশ করতে মাঠে নামে স্থানীয় সাংবাদিক রাশেদ। সাহায্য করতে ঢাকা থেকে আসে আরেক সাংবাদিক মালিহা।

টেক্কা (বাংলা সিনেমা)

  • অভিনয়: দেব, রুক্সিনী মৈত্র, পরাণ বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা মুখার্জি,
  • মুক্তি: ২৭ ডিসেম্বর, হইচই
  • গল্পসংক্ষেপ: অফিসের সাফাইকর্মী ইকলাখ প্রচণ্ড রাগ আর মেজাজের কারণে তার চাকরি হারায়। অন্যদিকে বেতন দিতে না পারায় তাঁর ছেলেকেও স্কুল থেকে বের করে দেওয়া হয়। নিজের চাকরি ফিরে পেতে একটি স্কুলের বাইরে থেকে ইরার মেয়েকে অপহরণ করে ইকলাখ। পুলিশকে জানায়, মালিককে এসে তার চাকরি ফিরিয়ে দিতে হবে। ইরার মেয়েকে উদ্ধারের কেসটির দায়িত্ব পায় মায়া।

ভুলভালাইয়া থ্রি (হিন্দি সিনেমা)

  • অভিনয়: কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত
  • মুক্তি: ২৭ ডিসেম্বর, নেটফ্লিক্স
  • গল্পসংক্ষেপ: রুহ বাবাকে ব্ল্যাকমেল করে মীরা ও তাঁর মামা একটি রাজবাড়িতে নিয়ে যায়। সেখানকার রাজপুরোহিতের দাবি, এই রাজবাড়িতে ২০০ বছর আগে রাজকুমারী মঞ্জুলিকাকে পুড়িয়ে হত্যা করা হয়। তার আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে। রুহ বাবা রাজপরিবারের অংশ, যে পুনর্জন্ম নিয়েছে এই ভূতকে পাকাপাকিভাবে শেষ করতে।

স্কুইড গেম টু (কোরিয়ান সিরিজ)

  • অভিনয়: লি জুং-জে, উই হা-জুন, ইম সি-ওয়ান
  • মুক্তি: ২৬ ডিসেম্বর, নেটফ্লিক্স
  • গল্পসংক্ষেপ: দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় জি হানের। পিস্তল উঁচিয়ে সাবধানে দরজা খুলতেই দেখে, মুখোশ পরা সেই মানুষটি দাঁড়িয়ে। এই লোকই আগে তাকে নিয়ে গিয়েছিল স্কুইড গেমের রাজ্যে। যেখানে পদে পদে আছে অর্থের প্রলোভন, আর মৃত্যুর ভয়। পরের দৃশ্যেই জি হান নিজেকে আবিষ্কার করে স্কুইড গেমের সেই খেলার ময়দানে। এই ভয়ংকর খেলায় আবার ফিরে এসেছে সে।

১৬ দিন ধরে হ্যাকারদের কবলে শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডল

হাতি ও একটি পরিবারের গল্প

রাত পোহালেই অস্কার

অভিষেকের অপেক্ষায় শান্তা পল

ঈদে আসছে আসিফের নতুন গান

নভেরা আহমেদ ও মনিরুল ইসলামকে নিয়ে রুমার তথ্যচিত্র

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান জাহিদ

ঢাকায় আজ দু্ই কনসার্ট

‘বরবাদ’ সিনেমায় ভয়ংকর শাকিবের লড়াই যীশুর সঙ্গে