হোম > বিনোদন > বলিউড

‘রণবীর বাজে বকে, কারিনা গসিপ কুইন’

অনলাইন ডেস্ক

রণবীর সিং ও কারিনা কাপুর। ছবি: সংগৃহীত

সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি নির্মিত ‘সিংহাম অ্যাগেইন’। সুপার স্টার সালমান খান, অজয় দেবগন, রণবীর সিং, কারিনা কাপুরসহ এক ঝাঁক তারকা অভিনয় করেছেন এই ছবিতে।

এবার এই সিনেমার প্রচারণা অনুষ্ঠানে গিয়ে শুটিং সেটের দুজন সহশিল্পীর গোপন কথা ফাঁস করে দিলেন অজয় দেবগন ও নির্মাতা রোহিত শেঠি। আর সেই দুজন হলেন— রণবীর সিং ও কারিনা কাপুর!

সেটে নাকি দারুণ মজা করতেন সবাই। কিন্তু অজয় দেবগন বলেন, ‘রণবীর সারা দিন সেটে বাজে বকতো। আর কারিনা কাপুর হচ্ছে গসিপ কুইন। ইন্ডাস্ট্রির সবার অন্দরমহলের খবর থাকে ওর কাছে। বিশ্বের সবার খবর আছে বেবোর কাছে। এটা কিন্তু ওর কাছ থেকে শেখার মতো বিষয়। আর সেটেই সেই পরচর্চার ঝুলি খুলে বসে বেবো।’

অজয়ের কথায় সায় দিয়ে পরিচালক রোহিত বলেন, ‘সেটে কলাকুশলী থেকে শিল্পী, সকলেই একেবারে গালা টাইম কাটিয়েছেন।’

একসঙ্গে এতজন তারকা, সেটে কোনো গোল বাঁধেনি, ভারতীয় গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে রোহিত শেঠি বলেন, ‘এতগুলো তারকাকে নিয়ে কাজ করা আসলেও খুব একটা কঠিন বিষয় নয়! কারণ সকলেই আসেন শুধু কাজটা ভালো করে করবেন বলে। আমার সেটে তারকাসুলভ হাবভাব দেখিয়ে কেউ বলেননি যে-“ওহ আমি তো স্টার!’”

রোহিত শেঠির ফ্রেমে এত তারকা যে, একজন বলে আমাকে দেখ, তো আরেকজন বলে আমাকে! তবে সবাই অনেক মজা করেই কাজ করেছেন বলে জানিয়েছেন দুজনই।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

কাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণায় সোনু নিগম

সেকশন