হোম > বিনোদন > বলিউড

টাকার জন্যই কি রণবীরের সঙ্গে শোয়ে আসেননি আলিয়া

বিনোদন ডেস্ক

সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। শোয়ের প্রথম পর্বে অতিথি ছিলেন রণবীর কাপুর, ঋদ্ধিমা কাপুর ও তাঁদের মা নীতু কাপুর। তবে শোয়ে দেখা যায়নি রণবীর-পত্নী আলিয়াকে। এবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও এক প্রতিবেদনে জানিয়েছে, সঠিক পারিশ্রমিক না পাওয়ার কারণেই আলিয়ার এ অনুপস্থিতি।

টাইমস নাও-এর প্রতিবেদন অনুসারে, সঠিক পারিশ্রমিক না পাওয়ার কারণেই উপস্থিত হননি আলিয়া ভাট। অনুষ্ঠানটির পরিকল্পনায় প্রথমে রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার আসার কথা ছিল। তবে শোয়ে আলিয়াকে তাঁর যথাযোগ্য আর্থিক সম্মানী প্রদান না করতে পারায় আসেননি অভিনেত্রী। এরপরই নির্মাতারা আলিয়ার বদলে কাপুর পরিবারকে বেছে নেন। তবে মনে করা হচ্ছে, আলিয়াকে আলাদা করে পরবর্তী কোনো পর্বে আনা হবে।

প্রসঙ্গত, বছর পাঁচেক প্রেমের পর ২০২২ সালে বিয়ে করেন আলিয়া ভাট আর রণবীর কাপুর। ১৪ এপ্রিল বিয়ে করার পর, জুনেই প্রথম সন্তান আসার খবর দেন দম্পতি। আর তারপর নভেম্বর মাসে তাঁদের কোল আলো করে আসে রাহা। মাত্র ২৯ বছর বয়সেই মা হয়েছেন আলিয়া।

তবে রাহার জন্মের আগে ও পরে ছুটি নেননি মহেশ-কন্যা। বরং, প্রেগনেন্সি নিয়েই নিজের প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অব স্টোন’-এর অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন। রাহা আর রণবীরকে নিয়ে আপাতত গুছিয়ে সংসার করছেন আলিয়া।

আরও পড়ুন:

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

কাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণায় সোনু নিগম

সেকশন