বিনোদন ডেস্ক
সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। শোয়ের প্রথম পর্বে অতিথি ছিলেন রণবীর কাপুর, ঋদ্ধিমা কাপুর ও তাঁদের মা নীতু কাপুর। তবে শোয়ে দেখা যায়নি রণবীর-পত্নী আলিয়াকে। এবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও এক প্রতিবেদনে জানিয়েছে, সঠিক পারিশ্রমিক না পাওয়ার কারণেই আলিয়ার এ অনুপস্থিতি।
টাইমস নাও-এর প্রতিবেদন অনুসারে, সঠিক পারিশ্রমিক না পাওয়ার কারণেই উপস্থিত হননি আলিয়া ভাট। অনুষ্ঠানটির পরিকল্পনায় প্রথমে রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার আসার কথা ছিল। তবে শোয়ে আলিয়াকে তাঁর যথাযোগ্য আর্থিক সম্মানী প্রদান না করতে পারায় আসেননি অভিনেত্রী। এরপরই নির্মাতারা আলিয়ার বদলে কাপুর পরিবারকে বেছে নেন। তবে মনে করা হচ্ছে, আলিয়াকে আলাদা করে পরবর্তী কোনো পর্বে আনা হবে।
প্রসঙ্গত, বছর পাঁচেক প্রেমের পর ২০২২ সালে বিয়ে করেন আলিয়া ভাট আর রণবীর কাপুর। ১৪ এপ্রিল বিয়ে করার পর, জুনেই প্রথম সন্তান আসার খবর দেন দম্পতি। আর তারপর নভেম্বর মাসে তাঁদের কোল আলো করে আসে রাহা। মাত্র ২৯ বছর বয়সেই মা হয়েছেন আলিয়া।
আরও পড়ুন: