বিনোদন ডেস্ক
পরিণতি পাচ্ছে রাজকুমার রাও ও পত্রলেখার ১০ বছরের প্রেমের সম্পর্ক। গতকাল শনিবার বাগদান সারলেন দুজনে। শুরুতে খবর রটেছিল ১০ নভেম্বর চণ্ডীগড়ে বিয়ে করছেন দুজনে, কিন্তু তেমনটা হয়নি। ১৩ নভেম্বর বাগদান সারলেন এই তারকা জুটি। জুটির প্রি-ওয়েডিং পার্টির ছবি আর ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।
হবু বর-কনের প্রেমেমাখা ভিডিও ভাইরাল। দেখা গেছে, হাঁটু মুড়ে বসে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন রাজকুমার। তবে পরের মুহূর্তটি আরও চমকে দিল। প্রেমিকের জন্য গাউন পরেই হাঁটু মুড়ে বসে পড়লেন পত্রলেখা। প্রশ্ন করলেন, ‘রাজকুমার, তুমি কি আমাকে বিয়ে করবে?’ নায়ক হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে পত্রলেখা তাঁর হাতে আংটি পরিয়ে দেন, এরপর রাজকুমারও প্রেমিকার হাতে আংটি পরান। এদিন এই জুটি বুঝিয়ে দিলেন তাঁদের সম্পর্কটা আসলে সমানে সমান, এমনভাবেই পরস্পরকে মর্যাদা দেন তাঁরা। তাই তো জীবনের সব চড়াই-উতরাই হাসিমুখে পার করেছেন দুজনে। আংটি বদল শেষে দুজনে মেতে উঠলেন রোমান্টিক ড্যান্সে। ইডি শিরানের ‘পারফেক্ট’ গানে নাচতেও দেখা গেল তাঁদের।
‘সিটি লাইটস’ ছবিতে দম্পতির চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার-পত্রলেখা। এরপর ‘বোস: ডে়ড অর অ্যালাইভ’ সিরিজেও একসঙ্গে কাজ করেন দুজনে। রাজকুমার এক সাক্ষাৎকারে বলেছিলেন, একটা বিজ্ঞাপনী শুটিংয়ে প্রথমবার পত্রলেখাকে দেখেছিলেন তিনি। এবং সেদিনই মনে মনে ঠিক করে ফেলেছিলেন এই মিষ্টি মেয়েটাকেই বিয়ে করবেন। প্রায় ১০ বছরের লিভইন সম্পর্কের পর চার হাত এক হচ্ছে দুজনের।