ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার ২৩ তম বিবাহ বার্ষিকী আজ। দিনটি উদ্যাপনের পাশাপাশি আরও একটি বিশেষ মুহূর্ত সবার সঙ্গে শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় এই জুটি। কিছুদিন আগে লন্ডন বিশ্ববিদ্যালয়ের গোল্ডস্মিথসে ফিকশন রাইটিংয়ে মাস্টার্স শেষ করেছেন টুইঙ্কেল। এবার তারই সমাবর্তন অনুষ্ঠানে টুইঙ্কেলের সঙ্গে যোগ দিয়েছেন অক্ষয়। সেখান থেকে একটি ছবি পোস্ট করে টুইঙ্কেলকে শুভেচ্ছা জানিয়ে ‘সুপারওম্যান’ আখ্যা দিয়েছেন অক্ষয়।
ছবিটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘দুই বছর আগে যখন তুমি আমাকে বলেছিলে তুমি আবার পড়াশোনা করতে চাও, তখন আমি ভেবেছিলাম হয়তো তুমি এটা এমনিই বলছ। কিন্তু, যেদিন আমি দেখলাম তুমি এত কঠোর পরিশ্রম করছ এবং নিখুঁতভাবে বাড়ি, ক্যারিয়ার, আমাকে এবং বাচ্চাদের পাশাপাশি পড়াশোনাও করছ, তখন আমি বুঝলাম সত্যিই তুমি একজন সুপারওম্যান।’
প্রসঙ্গত, ২০০১ সালের ১৭ জানুয়ারি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না গাঁটছড়া বাঁধেন। ছেলে আরভ এবং মেয়ে নিতারা নামে তাঁদের দুজন সন্তানও রয়েছে।
উল্লেখ্য, অক্ষয়ের হাউসফুল ৫ এর শুটিং চলছে। যা ২০২৫ সালের ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে—‘স্কাই ফোর্স’, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, তামিল ড্রামা ফিল্ম ‘সোরারাই পোত্রুর’ অফিশিয়াল হিন্দি রিমেক।