সঞ্জয় লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’ দিয়ে ফের লাইমলাইটে বলিউড অভিনেতা ফারদিন খান। এই সিরিজের হাত ধরেই ওটিটিতে অভিষেক হয়েছে বলিউড থেকে কার্যত হারিয়ে যাওয়া এই নায়কের। ফারদিনের অভিনয় দর্শক মনে দাগ কেটেছে। ১৪ বছর অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও তাঁর অভিনয়ে যেন মরচে পড়েনি। তবে অভিনেতার পেছনের সময়টা ছিল দুর্বিষহ! সম্প্রতি জুম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারদিন জানান, ওজন বেড়ে যাওয়ায় একটা সময় কতখানি ট্রলের শিকার হতে হয়েছে তাঁকে।
ফোলা গাল, গোলগাল ফারদিনকে দেখে একটা সময় চমকে উঠেছিল নেটপাড়া। মুটিয়ে যাওয়া ফারদিন হয়ে উঠেছিলেন ট্রেন্ডিং টপিক। সেই সময়ের কথা স্মরণ করে ফারদিন বলেন, ‘সবার এই ধরনের দৃষ্টিতে আমি অবাক হয়েছিলাম। তারা আমাকে দেখে অবাক হলো। সেই সময়ে ট্রেন্ডিং বিষয় ছিলাম আমি। এটা মোকাবিলা করা আমার জন্য বেশ কষ্টসাধ্যর ছিল।’
মাত্র ৬ মাসে ১৮ কেজি ওজন ঝরিয়ে ফের নায়কসুলভ চেহারা নিয়ে বছর দু-এক আগে আইফার মঞ্চে ধরা দিয়েছিলেন ফারদিন। ২০১৬ সালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ফারদিনের বেশ কিছু ছবি, যেখানে মেদযুক্ত ফারদিনের চেহারা দেখে অবাক হয়েছিলেন অনেকেই। ফোলা গাল, বিশাল এক ভুঁড়ির অধিকারী ‘প্যায়ার তুনে ক্যায়া কিয়া’ খ্যাত অভিনেতা, যা দেখে হতবাক হোন অনুরাগীরাও। সেই সময় ব্যাপক বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন ফারদিন।