কঙ্গনা রনৌত যেখানে থাকবেন, সেখানে বিতর্ক হবে না তা কি হয়? বেশি দিন বিতর্ক ছাড়া থাকতে পারেন না এ অভিনেত্রী। ভারতের হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে নির্বাচন করছেন কঙ্গনা। প্রচার অনুষ্ঠানে তাঁর একেকটা বিতর্কিত মন্তব্য টক অব দ্য টাউন। সম্প্রতি এক প্রচার অনুষ্ঠানে ভারতের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে করেছেন নিজেকে তুলনা। আর সেখানেই নতুন বিতর্কে জড়ালেন অভিনেত্রী।
অমিতাভের সঙ্গে নিজেকে তুলনা করে কঙ্গনা রনৌতের মন্তব্য, ‘ভারতের যে প্রান্তে যাই, অমিতাভ বচ্চনের মতো সম্মান পাই। আমি ছাড়া তাঁর পর ইন্ডাস্ট্রিতে আর কেউ এতটা সম্মান পাননি।’
ভোট প্রচারের অনুষ্ঠানে কঙ্গনা বলেন, ‘গোটা দেশ হয়রান, কঙ্গনা রাজস্থান যাক কিংবা পশ্চিমবঙ্গ, দিল্লি যাক বা মণিপুর এত সম্মান পাই মানুষের কাছ থেকে যে নিঃসন্দেহে বাজি ধরে বলতে পারি, অমিতাভ বচ্চনের পর ইন্ডাস্ট্রিতে কেউ এত সম্মান পাননি।’
ক্যারিয়ারের ভাটার মাঝেই রাজনীতির ময়দানে নেমে প্রথম থেকেই লাইমলাইটে কঙ্গনা রনৌত। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে প্রচারের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী।