হোম > বিনোদন > বলিউড

ভেঙে ফেলা হচ্ছে মুম্বাইয়ে আমিরের বিলাসবহুল বাসভবন

বিনোদন ডেস্ক

ভেঙে ফেলা হচ্ছে বলিউড অভিনেতা আমির খানের মুম্বাইয়ের বাসভবন। অভিজাত এলাকা পালি হিলে বেলা ভিস্তা ও মারিনা নামের দুটি আবাসনে তাঁর ফ্ল্যাট রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, এর মধ্যে একটি আবাসন ভাঙা হচ্ছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নতুন করে তৈরি হচ্ছে অভিনেতার আবাসন। সে কারণেই এটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৯ সাল থেকে মারিনা আবাসনের বাসিন্দা আমির খান। এই আবাসন ভেঙে বাংলো করতে চান অভিনেতা। যদিও অন্য অংশীদারেরা প্রথমে আমিরের প্রস্তাবে রাজি ছিলেন না। তবে এবার শোনা যাচ্ছে, মারিনা আবাসন ও তার পাশের আরেকটি আবাসনকে যুক্ত করে পুনর্নির্মাণ করা হবে।

আগামী বছর থেকে শুরু হবে কাজ। মোটামুটি তিন বছর লাগবে প্রকল্পটিকে রূপ দিতে। এদিকে মা জিনাত হুসেইনের চিকিৎসার জন্য আগামী দুই মাস আমির থাকবেন চেন্নাইতে। যদিও অভিনেতার পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর বলিউড অভিনেতা আমির খান নিয়েছেন লম্বা বিরতি। এখন শোনা যাচ্ছে, আমিরের পরের সিনেমার নাম হতে যাচ্ছে ‘সিতারে জামিন পার’। আর তারপর থেকে আমিরের একসময়ের ব্লকবাস্টার সিনেমা ‘তারে জামিন পার’-এর সঙ্গে নামের মিল পেয়ে শুরু হয় আলোচনা।

এরপর ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর সঙ্গে আলাপচারিতায় আমির জানান, ২০০৭ সালে নির্মিত ‘তারে জামিন পার’-এর অনুপ্রেরণাতেই এবার তিনি তৈরি করবেন ‘সিতারে জামিন পার’।

তবে এই সিনেমার পরিচালকের আসনে নিজেই থাকবেন কি না, তা অবশ্য খোলাসা করেননি অভিনেতা। অভিনয় থেকে দূরে থাকলেও প্রযোজক আমির সম্প্রতি ঘোষণা করেছেন তাঁর নতুন প্রোজেক্ট ‘লাহোর ১৯৪৭’। এই ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজকুমার সন্তোষি।

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

সেকশন