হোম > বিনোদন > বলিউড

যেন বিক্রম–ডিম্পলের ভালোবাসার পূর্ণতা দিলেন সিদ্ধার্থ-কিয়ারা

বিনোদন ডেস্ক

পর্দায় বিক্রম বাত্রা–ডিম্পল চিমার প্রেম কাহিনি অসম্পূর্ণ ছিল। সে ভালোবাসা পূর্ণতা পেল সিদ্ধার্থ–কিয়ারা জুটির বিয়ের মাধ্যমে।

শেরশাহ সিনেমার একটি দৃশ্যে বাস ছাড়ার সময় সিদ্ধার্থর আলিঙ্গনে কিয়ারার মুখে সেই সংলাপ কানে বাজতে থাকে এখনো ‘সাচ্চি মে ফাঁস গায়ি’।

গত ৭ ফেব্রুয়ারি গাঁটছড়া বেঁধে সর্বজনীন মানবিক অনুভূতির পূর্ণতা দিয়েছেন বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।

২০২১ সালে ‘শেরশাহ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় থেকে প্রেমের গুঞ্জন ওঠে এ জুটির। যদিও নিজেদের প্রেম নিয়ে কখনো মুখ খোলেননি তাঁরা। তবে ভারতের জনপ্রিয় শো কফি উইথ করণের সাম্প্রতিক সিজনে কিয়ারা বলেছিলেন, তিনি এবং সিদ্ধার্থ ‘বন্ধুর চেয়েও বেশি।’ বিয়ের মাধ্যমে তাঁরা একে অন্য যেন হয়ে গেলেন নিজেদের সেরা বন্ধু।

বিয়ের পর গত ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে সিদ্ধার্থ–কিয়ারার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বলিউডের অনেক তারকা হাজির হয়েছিলেন সেই পার্টিতে।

মুম্বাইয়ে সিদ্ধার্থ–কিয়ারার রিসেপশন পার্টিতে হাজির হয়েছিলেন–করণ জোহর, অভিষেক বচ্চন, রণবীর সিং ও আলিয়া ভাটের মতো তারকারা।

গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে পাঞ্জাবি রীতি মেনে বিয়ে করেন এই জুটি। সেদিন রাতেই নিজেদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তাঁরা।

ছবি পোস্ট করে ক্যাপশনে কিয়ারা লিখেছিলেন, ‘আমাদের সারা জীবনের স্থায়ী বুকিং হয়ে গেল। এই নতুন যাত্রাপথে আমরা সবার আশীর্বাদ চাই।’

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

সেকশন