হোম > বিনোদন > বলিউড

শাহরুখ নয়, দিলওয়ালের রাজ হওয়ার কথা ছিল টম ক্রুজের

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল চলচ্চিত্র ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। আদিত্য চোপড়া পরিচালিত চলচ্চিত্রটি ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পায়। ওই সময় ব্যবসা করেছিল ১২২ কোটি রুপি।

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমায় রাজ মালহোত্রা চরিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন শাহরুখ খান। বলতে গেলে এই সিনেমার মাধ্যমেই ‘কিং অব রোমান্স’ তকমা পান শাহরুখ। 

তবে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা যায়, ‘রাজ মালহোত্রা’ আইকনিক চরিত্রটিতে শাহরুখ খান পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না। এই চরিত্রের জন্য সাইফ আলি খানকে প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শিডিউল জটিলতায় প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন তিনি। 

এও জানা যায় যে, পরিচালক আদিত্য চোপড়া হলিউড অভিনেতা টম ক্রুজকেও ‘রাজ মালহোত্রা’ চরিত্রে কাস্ট করার কথা ভেবেছিলেন। একটি ইন্দো-আমেরিকান প্রকল্পের পরিকল্পনা ছিল তাঁর। সেটি মূলত ব্যবসায়িক উদ্দেশ্যেই। কিন্তু তাঁর বাবা প্রয়াত চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক যশ চোপড়া এতে রাজি হননি। তাঁর আপত্তিতে গল্পটিও নতুন করে তৈরি করা হয়। 

 ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পায় দিলওয়ালে দুলহানি লে জায়েঙ্গে। শুধু ভারতে ১০৬ কোটি রুপি এবং দেশের বাইরে ১৬ কোটি রুপি আয় করেছিল ছবিটি। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ১০টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিল। এ ছাড়া শ্রেষ্ঠ সুস্থ বিনোদনদায়ী জনপ্রিয় চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় শাহরুখের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। 

সিনেমাটিতে আরও অভিনয় করেন—কাজল, অমরেশ পুরি, ফরিদা জালাল ও অনুপম খের প্রমুখ। 

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র