হালের সবচেয়ে জনপ্রিয় বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে প্রথম সিনেমা করার প্রস্তাব কে দিয়েছিলেন? উত্তর শুনলে অবাক হতে পারেন অনেকে। সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক চমকপ্রদ তথ্য দিলেন এই অভিনয়শিল্পী। দীপিকা বলেন, সালমান খান তাঁকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছিলেন, যা প্রত্যাখ্যান না করলে তাঁর ‘প্রথম’ চলচ্চিত্র হতে পারত।
সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ‘গেহরাইয়া’ তারকা আরও বলেন, ‘তিনি আমার মধ্যে সম্ভাবনা দেখেছিলেন। যদিও আমি নিজের সম্ভাবনা বুঝতে পারিনি তখনো।’
২০০৭ সালে দীপিকা পাড়ুকোনের বলিউডে অভিষেক হয় শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে। ছবিটি পরিচালনা করেছেন ফারাহ খান। প্রথম ছবি দিয়েই বাজিমাত করেন দীপিকা।
এদিকে দীপিকা পাড়ুকোনের সামনে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করার কথা রয়েছে। যার মধ্যে রয়েছে বাহুবলি তারকা প্রভাসের সঙ্গে একটি ছবি, অমিতাভ বচ্চনের সাথে ‘দ্য ইন্টার্ন’-এর রিমেক, হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’ এবং একটি হলিউড চলচ্চিত্র।