হোম > বিনোদন > বলিউড

দক্ষিণী সিনেমায় সালমান খান

বিনোদন ডেস্ক

তেলেগু সুপারস্টার চিরঞ্জীবীর নতুন সিনেমা ‘গডফাদার’-এর মাধ্যমে দক্ষিণী ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউড সুপারস্টার সালমান খান। ভক্তদের অসংখ্য সুপারহিট হিন্দি ছবি উপহার দিয়েছেন সালমান। তবে দক্ষিণী ছবিতে এই প্রথমবার দেখা যাবে ভাইজানকে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, চিরঞ্জীবীর পরবর্তী 'গডফাদার' ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সালমানকে। সুপারহিট মালায়লাম ছবি ‘লুসিফার’-এর রিমেক তৈরি করছেন চিরঞ্জীবী। ছবিটির পরিচালনা করছেন মোহন রাজ। মালায়লাম ‘লুসিফার’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মোহনলাল। আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। পৃথ্বীরাজের করা চরিত্রটিতেই দেখা যাবে সালমানকে। 

‘গড ফাদার’ চিরঞ্জীবীর ক্যারিয়ারের ১৫৩-তম ছবি হতে চলেছে। বুধবার চিরঞ্জীবী তাঁর টুইটারে সালমানের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘তোমাকে ওয়েলকাম গডফাদারে, তোমার উপস্থিতি টিমের প্রত্যেকের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। এই ছবিতে তোমার উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি ‘কিক’ দেবে।’ 
 
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘টাইগার থ্রি’ ছবির টিজার শেয়ার করেছেন সালমান। একই সঙ্গে ছবির মুক্তির সম্ভাব্য তারিখ ঘোষণা করেন ভাইজান। ২০২৩ সালের ঈদে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টাইগার থ্রি’। বরাবরের মতো টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতেও অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। 

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

সেকশন