হোম > বিনোদন > বলিউড

জলি এলএলবি থ্রি সিনেমায় টালিউডের খরাজ

বিনোদন ডেস্ক

বলিউডের কোর্ট ড্রামা নিয়ে আলোচনা শুরু হলে প্রথমে আসে ‘জলি এলএলবি’র নাম। এই ফ্র্যাঞ্চাইজির আসছে ‘জলি এলএলবি ৩’। ইতিমধ্যে এই ছবির দুটি ভাগ মুক্তি পেয়েছে, যা বক্স অফিসে সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা পেয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যায় আরশাদ ওয়ার্সিকে। ছবির দ্বিতীয় ভাগে তাঁর জায়গায় নেওয়া হয় অক্ষয় কুমারকে।

এবার দুই ভাগের দুই মুখ্য অভিনেতা একত্রিত হচ্ছেন। অক্ষয় ও আরশাদের কোর্ট ড্রামায় এবার দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জিকে। সোশ্যাল মিডিয়ায় খরাজ নিজেই শুটিং ফ্লোর থেকে শেয়ার করলেন ছবি। ক্যাপশনে লিখলেন, ‘আজ থেকে আমার হিন্দি সিনেমার নতুন জার্নি শুরু হল।’

বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘জলি এলএলবি ৩’ ছবির শুটিং। প্রথম দিনই শুটিং ফ্লোরে ছিলেন আরশাদ ওয়ার্সি। আর গত ৩০ এপ্রিল থেকে শুরু হল খরাজের অংশের শুটিং।

অক্ষয় কুমারের সঙ্গে মিশন ‘রানিগঞ্জ’ ও ‘স্পেশাল ২৬’- এ একসঙ্গে কাজ করেছেন খরাজ। কিন্তু, আরশাদ ওয়ারর্সির সঙ্গে এটাই প্রথম কাজ খরাজের।

বলিউডের পাওয়ারফুল স্টারের সঙ্গে কাজের প্রথম অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে খরাজ মুখার্জি বললেন, ‘অক্ষয়জির সঙ্গে দুটো ছবিতে আমি কাজ করেছি। এই ছবিতে তৃতীয় কাজ। তবে আরশাদজির সঙ্গে প্রথমবার কাজ করলাম। অসম্ভব পাওয়ারফুল একজন অভিনেতা।’

অভিনেতা আরও বলেন, ‘হাই-হ্যালো দিয়ে সেটে গিয়ে সৌজন্য বিনিময় হল। তারপর বললাম, আমি কিন্তু, আপনার বিরাট ফ্যান। আমার অনেক সৌভাগ্য যখন উনি বললেন, আমিও কিন্তু, আপনার কাজ দেখেছি। সুভাষদা যখন আমাকে বললেন খরাজ মুখার্জি এই ছবিতে কাজ করছেন তখন আমি বললাম আমি ওর কাজও দেখেছি। এটা শুনে একটাই কথা বললাম, আমি গ্রেটফুল। একসঙ্গে যখন কাজ করছি যদি কোনও ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই বলবেন। আরশাদজি আমাকে সঙ্গে সঙ্গে বললেন চিন্তার কোনও কারণ নেই। যা ভুল হওয়ায় আমার তরফেই হবে।’

প্রসঙ্গত, ‘জলি এলএলবি ৩’ ছবিতে দ্বিতীয়বারের সঙ্গে একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় এবং আরশাদ। তাঁদের এর আগে একসঙ্গে দেখা গেছে ‘বচ্চন পাণ্ডে’। তবে বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

কাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণায় সোনু নিগম

সেকশন