হোম > বিনোদন > বলিউড

বাস্তবে বিচ্ছেদের গুঞ্জন, পর্দায় এক হতে পারেন ঐশ্বরিয়া-অভিষেক

অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন ‘টক অব দ্য টাউন।’ প্রায় দুই মাস ধরে খবর চাউর হয় ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। তবে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে শোনা যাচ্ছে এক সঙ্গে পর্দায় জুটি বাধতে চলেছেন তাঁরা।

শোনা যাচ্ছে, এই দম্পতি একটি নতুন প্রকল্পে একসঙ্গে কাজ করতে চলেছেন। খ্যাতনামা পরিচালক মনি রত্নম নতুন হিন্দি সিনেমা তৈরির পরিকল্পনা করছেন, যেখানে এই ‘গুরু’ জুটিকে একসঙ্গে দেখা যাবে।

এনডিটিভির তথ্য মতে, মনি রত্নম কিছুদিন ধরে ঐশ্বরিয়া ও অভিষেকের সঙ্গে তৃতীয় ছবির জন্য একটি উপযুক্ত গল্প খুঁজছিলেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের নিয়ে কী ধরনের সিনেমা তৈরি করতে চান। এখন দেখার বিষয়, এই নতুন প্রকল্পে ঐশ্বরিয়া-অভিষেক একসঙ্গে কীভাবে পর্দায় ফিরবেন। আর দর্শকেরাও তাঁদের অভিনয় কতটা উপভোগ করবেন!

২০০৭ সালে ঐশ্বরিয়া-অভিষেক মনি রত্নমের গুরু সিনেমায় অভিনয় করেছিলেন। পরবর্তীতে ২০১০ সালে তাঁরা আবার একসঙ্গে কাজ করেন রাবণ সিনেমায়। এর আগে ২০০৪ সালে প্রথমবার মনি রত্নমের পরিচালনায় যুবা সিনেমায় অভিনয় করেছিলেন অভিষেক। নতুন প্রকল্পটি সত্যি হলে পরিচালকের সঙ্গে এটি হবে অভিষেকের চতুর্থ কাজ।

এর আগে এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন বলেছিলেন, ‘যখন মনি স্যার প্রথমবার আমাদের বাড়িতে এসেছিলেন যুবা সিনেমার জন্য আমাকে সাইন করতে, তখন আমি ভেবেছিলাম তিনি হয়তো বাবাকে (অমিতাভ বচ্চন) সাইন করতে এসেছেন। যখন জানতে পারলাম তিনি আমাকে সাইন করতে চাচ্ছেন, আমি অভিভূত হয়ে গিয়েছিলাম।’

অভিষেক এ-ও মন্তব্য করেন, ‘আমি গর্বিত যে তিনি আমাকে তিনবার তার সিনেমার জন্য যোগ্য মনে করেছেন।’ অভিনেতার মন্তব্যে স্পষ্ট, মনি রত্নমের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা খুবই মূল্যবান এবং গর্বিত মনে করেন।

প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন ঐশ্বরিয়া-অভিষেকের। ২০০৭ সালে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। গুঞ্জন ওঠে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দসভি’ সিনেমার শুটিং এর সময় একে-অপরের কাছাকাছি আসেন অভিষেক-নিমরত। নিমরত ওই সিমেনার নায়িকা ছিলেন। যদিও এখনো পর্যন্ত বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে ঐশ্বরিয়া বা অভিষেক প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

কাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণায় সোনু নিগম

সেকশন