Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

ঝগড়া-বাগবিতণ্ডায় এগিয়ে চলছে ‘বিগবস’

বিনোদন ডেস্ক

ঝগড়া-বাগবিতণ্ডায় এগিয়ে চলছে ‘বিগবস’

জমে উঠেছে ‘বিগ বস’ এর নতুন সিজন। এই সিজন শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই বিশাল কোটিয়ান ও আফসানার ঝগড়া, প্রতীক সেহেজপাল ও জয় ভানুশালির বাগবিতণ্ডা জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে। মাঝে মাঝেই একে অপরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ছে বিগ বসের সদস্যরা। তাঁদের ঝামেলা মেটাতে পারেন একমাত্র এই শোয়ের সঞ্চালক সালমান খান। প্রতিযোগীদের মনোমালিন্য মিটিয়ে ‘বিগ বস‘ এর ঘরে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রতি শনিবার তিনি হাজির হন। সেই মতই শনিবার এসে চমকে দিলেন শমিতা শেঠিকে।

শনিবার এপিসোডের শুরুতেই প্রতীক সেহেজপালকে বকাবকি করেন সালমান। সম্প্রতি বিধি পাণ্ডেয়া যখন গোসল করছিলেন সেই সময়ই বাথরুমের লক ভেঙে ফেলেন প্রতীক। সেই নিয়েই ঝগড়া বাঁধে ঘরে। প্রতীকের পাশে দাঁড়ান নিশান্ত। তাতে দুজনের উপরেই চিৎকার করেন সালমান। প্রতীক ভুল করেছে এটা জেনেও কেন নিশান্ত তাঁর পাশে দাঁড়িয়েছেন, সেই প্রশ্ন তুলেছেন সালমান। এরপরই মুড বদলে হঠাৎই করণ কুন্দ্রাকে রাজ কুন্দ্রা বলে ডেকে বসেন ভাইজান। সালমানের এমন ডাকে চমকে যান শমিতা। তবে পরে হেসে ফেলেন নায়িকা।

সালমান খানএকটি সাক্ষাৎকারে করণ জানিয়েছিলেন যে অনেকেই তাঁকে রাজ কুন্দ্রার আত্মীয় ভাবেন। তিনি বলেন, প্রথম প্রথম ব্যাপারটায় মজাই লাগত, কিন্তু পরবর্তীকালে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিছুদিন আগেই পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ। আপাতত জামিনে মুক্তি পেয়েছেন তিনি। রাজের গ্রেপ্তারের সময় বিতর্কের মুখে পড়েছিল শিল্পা শেঠিসহ তাঁর পরিবার।

একটি সাক্ষাৎকারে শমিতা জানিয়েছিলেন যে, রাজের গ্রেপ্তারির সময় বিগ বস ওটিটি তাঁকে বাঁচিয়ে দিয়েছে। না হলে সে সময় তাঁকেও বিতর্কের মুখে পড়তে হত।

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে

বলিউড ছেড়ে সন্ন্যাসী হওয়া মমতা কুলকার্নিকে ‘মহামণ্ডলেশ্বর’ পদ থেকে অব্যাহতি