ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মহেশ মাঞ্জরেকারের সঙ্গে বলিউডের ভাইজান সালমান খানের সম্পর্ক দীর্ঘদিনের। সেই সম্পর্ক আর বোঝাপড়ার ভিত্তিতে মহেশ মন্তব্য করেছেন, সালমানের বিয়ে না করার ব্যাপারটা নিয়ে তাঁর সমস্যা আছে। তিনি বলেন, দিন শেষে সালমান খান আসলে খুব একা, তাঁর পূর্ণোদ্যমে ফেরার জন্য একজন সঙ্গী খুব দরকার।
সম্প্রতি একটি ভারতীয় বেতারে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতা।
সাক্ষাৎকারে মহেশ বলেন, বিয়ের কথা বললেই সালমান তাঁকে আর পাত্তা দেন না। তবে মহেশ বলেন, তিনি সালমানের চোখে একাকিত্বের বিষাদ দেখতে পান। সালমানের ফেরার জন্য আসলেই একজন সঙ্গী দরকার।
সালমান খানের ব্যক্তিগত জীবন সম্পর্কে মহেশ বলেন, এতোবড় একজন তারকা হওয়া সত্ত্বেও তিনি এক কক্ষের একটি ফ্ল্যাটেই থাকেন। এমনকি যখন কোনো নির্মাতারা তাঁর সঙ্গে দেখা করতে যান তখন তিনি ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসেন। এমনিতেই তাঁর অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, যারা প্রায়ই তাঁর ওখানে যান। সময় দেন, আড্ডা দেন। কিন্তু সবাই চলে যাওয়ার পর সেখানে এক ধরনের শূন্যতা তৈরি হয়।
গত কয়েক বছর বেশ কয়েকজন নারী তারকার সঙ্গে জড়িয়ে সালমানের নামে বারবার গুঞ্জন উঠেছে। কিন্তু সালমান কখনও আনুষ্ঠানিকভাবে কারো সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ করেননি। সর্বশেষ রোমানীয় টিভি উপস্থাপক (বর্তমানে ভারতীয় নাগরিক) ইউলিয়া ভান্তুরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা যাচ্ছে। এ নিয়েও সালমান কখনো মুখ খোলেননি।
মহেশ মাঞ্জরেকারের ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ চলচ্চিত্রে ছোট বোনের স্বামী আয়ুশ শর্মার সঙ্গে সালমানকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।