Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

বলিউডের দীর্ঘতম ট্রেলার নিয়ে আসছে ‘সিংহাম এগেইন’

বিনোদন ডেস্ক

বলিউডের দীর্ঘতম ট্রেলার নিয়ে আসছে ‘সিংহাম এগেইন’

এ বছর বলিউডের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে ‘সিংহাম এগেইন’। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ নভেম্বর। আজ আসবে ট্রেলার। জানা গেছে, সিংহাম এগেইনের ৪ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ট্রেলার বানিয়েছেন রোহিত শেঠি। এর আগে কোনো হিন্দি সিনেমার এত দীর্ঘ ট্রেলার দেখা যায়নি। ফলে, বলিউডের ইতিহাসে দীর্ঘতম ট্রেলার হতে যাচ্ছে সিংহাম এগেইনের ট্রেলারটি।

মুম্বাইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের নীতা–মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে সিংহাম এগেইন সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। রোহিত ট্রেলার মুক্তি উপলক্ষে এক রাজকীয় আয়োজন করতে চলেছেন। বলা হচ্ছে, এ বছরের সবচেয়ে বড় ট্রেলার মুক্তির অনুষ্ঠান হতে চলেছে এটি।

রোহিত শেঠির কপ ইউনিভার্সের সব চরিত্র এক হয়েছে সিংহাম এগেইন সিনেমায়। অজয় দেবগনের পাশাপাশি দেখা যাবে সালমান খান, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, কারিনা কাপুর ও দীপিকা পাড়ুকোনকে।

ট্রেলার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, কারিনা কাপুর খান। শুধু তাই নয় গুঞ্জন আছে সিংহাম এগেইনের ট্রেলার অনুষ্ঠান দিয়েই মা হওয়ার পর প্রকাশ্যে আসছেন দীপিকা পাড়ুকোন। তবে এ বিষয়ে দীপিকা ও নির্মাতাদের কাছ থেকে কোনো ঘোষণা পাওয়া যায়নি।

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে