Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

ঐশ্বরিয়াকে নিয়ে সমালোচনা, জবাবে কি বলেছিলেন অভিষেক

অনলাইন ডেস্ক

ঐশ্বরিয়াকে নিয়ে সমালোচনা, জবাবে কি বলেছিলেন অভিষেক
ছবি: সংগৃহীত

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের ‘টক অব দ্য টাউন।’ প্রায় দুই মাস ধরে খবর চাউর হয় ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। এই গুঞ্জনের মধ্যে অভিষেকের একটি সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায়, স্ত্রীর সমালোচনায় রাগে ফেটে পড়েছিলেন অভিনেতা। সমালোচনার কড়া জবাবও দেন তিনি।

সাক্ষাৎকারের ভিডিওটি বেশ পুরোনো। সেখানে অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়াও ছিলেন। নিজেদের কাজ নিয়ে কথা বলেছিলেন বচ্চন দম্পতি। কথা প্রসঙ্গে ওঠে সৌন্দর্যের জন্যই না-কি সুযোগ পান ঐশ্বরিয়া। অভিনয় প্রতিভার অভাব রয়েছে তাঁর। এমনকি সাবেক এই বিশ্বসুন্দরীকে ‘প্লাস্টিক’ তকমাও দেওয়া হয়েছিল।  

এমন প্রশ্নে রেগে যান অভিষেক। স্ত্রীর সমর্থনে অভিনেতা বলেছিলেন, ‘আমি স্বামী হিসাবে বলছি না। আমি একজন সহ-অভিনেতা হিসাবে কথাটা বলছি। ঐশ্বরিয়া সবচেয়ে সাহসী কিছু চরিত্রে অভিনয় করেছে।’

অভিনেতা এ-ও বলেন, শুধু সৌন্দর্যের জন্য হলে, ‘প্রোভোকড’, ‘চোখের বালি’, ‘রেইনকোট’, ‘গুরু’ এর মতো সিনেমায় কাজ করতেন না ঐশ্বরিয়া। এই সিনেমাগুলোতে মানুষ ঐশ্বরিয়ার অভিনয়টাই মনে রেখেছেন। সৌন্দর্য নয়।

এদিকে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে শোনা যাচ্ছে, এই দম্পতি একটি নতুন প্রকল্পে একসঙ্গে কাজ করতে চলেছেন। খ্যাতনামা পরিচালক মনি রত্নম নতুন হিন্দি সিনেমা তৈরির পরিকল্পনা করছেন, যেখানে এই ‘গুরু’ জুটিকে একসঙ্গে দেখা যাবে। মণি রত্নম কিছুদিন ধরে ঐশ্বরিয়া ও অভিষেকের সঙ্গে তৃতীয় ছবির জন্য একটি উপযুক্ত গল্প খুঁজছিলেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের নিয়ে কী ধরনের সিনেমা তৈরি করতে চান।

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে

বলিউড ছেড়ে সন্ন্যাসী হওয়া মমতা কুলকার্নিকে ‘মহামণ্ডলেশ্বর’ পদ থেকে অব্যাহতি

আত্মবিশ্বাস বেড়েছে ইয়ামির

অভিনেতা হতে চাননি সালমান

অভিনয় ছাড়ছেন অমিতাভ? এক্স হ্যান্ডলে কিসের ইঙ্গিত

গরুর মাংস ছুঁয়েও দেখেন না সালমান খান, কেন

প্রতারণা মামলায় সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা