বিনোদন ডেস্ক
‘পিসি (প্রিয়াঙ্কা চোপড়ার সংক্ষিপ্ত নাম), তুমি তোমার স্বামী নিক জোনাসকে একদমই চেনো না যা দেখছি।’ এক অনুষ্ঠানে প্রিয়াঙ্কার দিকে এমনই কটাক্ষ ছুড়ে দেন কারিনা কাপুর। তার কারণ জানতে গেলে একটু ফিরে দেখতে হবে।
এক সময়ে বলিউডের প্রথম সারিতে প্রতিদ্বন্দ্বী ছিলেন কারিনা এবং প্রিয়াঙ্কা। একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও দুই অভিনেত্রীর মধ্যে সুসম্পর্ক ছিল। কিন্তু কয়েকটি ঘটনার পর তাঁরা নাকি একে অপরের মুখ দেখতেন না। ঠান্ডা লড়াইয়ের মূল কারণ, অভিনেতা শাহিদ কাপুর। কারিনার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পরে শাহিদ প্রিয়াঙ্কার সঙ্গে প্রেম করতেন।
সম্প্রতি নিক এবং প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে। সেই ভিডিও ফের ভাইরাল হয়েছে। টুইটার, ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা তাঁর নাম থেকে স্বামীর এবং নিজের পদবী সরিয়ে দিতেই বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা কথা উঠেছে। যদিও তার পরে ইনস্টাগ্রামে তারকা-দম্পতির কথোপকথন দেখে সেই জল্পনায় ইতি পড়েছে। একইসঙ্গে নায়িকার মা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ সবই মিথ্যে রটনা।