হোম > বিনোদন > বলিউড

সেই পুরোনো তর্ক ভাইরাল

বিনোদন ডেস্ক

‘পিসি (প্রিয়াঙ্কা চোপড়ার সংক্ষিপ্ত নাম), তুমি তোমার স্বামী নিক জোনাসকে একদমই চেনো না যা দেখছি।’ এক অনুষ্ঠানে প্রিয়াঙ্কার দিকে এমনই কটাক্ষ ছুড়ে দেন কারিনা কাপুর। তার কারণ জানতে গেলে একটু ফিরে দেখতে হবে।

এক সময়ে বলিউডের প্রথম সারিতে প্রতিদ্বন্দ্বী ছিলেন কারিনা এবং প্রিয়াঙ্কা। একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও দুই অভিনেত্রীর মধ্যে সুসম্পর্ক ছিল। কিন্তু কয়েকটি ঘটনার পর তাঁরা নাকি একে অপরের মুখ দেখতেন না। ঠান্ডা লড়াইয়ের মূল কারণ, অভিনেতা শাহিদ কাপুর। কারিনার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পরে শাহিদ প্রিয়াঙ্কার সঙ্গে প্রেম করতেন।

কিন্তু সেই সম্পর্কের সমীকরণও গেল পাল্টে। কারিনা বিয়ে করলেন সাইফ আলি খানকে। হলেন কারিনা কাপুর খান। প্রিয়াঙ্কা বিয়ে করলেন আমেরিকার পপ গায়ক নিক জোনাসকে। ব্যক্তিগত জীবনে সুখী তাঁরা। এমনই সময়ে বলিউড প্রযোজক করণ জোহর তাঁর একটি রিয়েলিটি শো-এ এই দুই তারকাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। করণ তাঁদের স্বামীদের নিয়ে প্রশ্ন করেন। নায়িকারা তাঁদের স্বামীর সম্পর্কে কতটা জানেন, তা যাচাই করতেই এই পরীক্ষা। কিন্তু প্রিয়াঙ্কা সেই পরীক্ষায় সফল হতে পারেননি। নিকের গান চিনতে পারেননি তিনি। সেই সময়ে মশকরা করে কারিনা বলেন, ‘‘পিসি, তুমি তোমার স্বামী নিক জোনাসকে একদমই চেনো না যা দেখছি।’’

প্রিয়াঙ্কা কিন্তু এক মুহূর্ত সময় না নিয়েই সেই মন্তব্যের জবাব দেন। বলেন, ‘আমি নিককে বিয়ে করেছি, ওর পেশাদার জীবনকে নয়। আর ওকে বিয়ে করার আগে গুগল করিনি।’

সম্প্রতি নিক এবং প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে। সেই ভিডিও ফের ভাইরাল হয়েছে। টুইটার, ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা তাঁর নাম থেকে স্বামীর এবং নিজের পদবী সরিয়ে দিতেই বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা কথা উঠেছে। যদিও তার পরে ইনস্টাগ্রামে তারকা-দম্পতির কথোপকথন দেখে সেই জল্পনায় ইতি পড়েছে। একইসঙ্গে নায়িকার মা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ সবই মিথ্যে রটনা।

সাইফ আলীকে ছুরিকাঘাত, কী বললেন কারিনার প্রাক্তন শাহিদ কাপুর

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

সেকশন