বলিউডের আদর্শ জুটি হয়ে উঠেছিলেন তাঁরা। মালাইকা অরোরার চেয়ে অর্জুন কাপুর বয়সে প্রায় ১২ বছরের ছোট। তা ছাড়া মালাইকা একসময় আরবাজ খানের স্ত্রী ছিলেন। ফলে শুরুর দিকে তাঁদের সম্পর্ক সরল চোখে দেখতেন না অনেকে। সমালোচনা ছিল। কেউ কেউ তো তাঁদের ‘মা-ছেলে’ বলেও কটাক্ষ করতেন। তবে দিন দিন বদলে গিয়েছিল দৃষ্টিভঙ্গি।
কয়েক বছর ধরে নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক একেবারেই করতেন না মালাইকা-অর্জুন। যেখানে যেতেন মালাইকা, সঙ্গে দেখা যেত অর্জুনকে। দুজনের সোশ্যাল মিডিয়াও হয়ে উঠেছিল তাঁদের প্রেমের ডায়েরি। একসঙ্গে প্রায় সময় ছবি পোস্ট করতেন। আদর্শ অসম প্রেমের দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন তাঁরা। তবে কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল, এ সম্পর্কের ইতি টেনেছেন মালাইকা-অর্জুন।
মালাইকার বাবা মারা যাওয়ার পর যেভাবে সর্বক্ষণ পাশে ছিলেন অর্জুন, তাতে মনে হয়েছিল, সব ঠিক হয়ে গেছে। কিন্তু অর্জুনের কথার পর আর কোনো আশা রইল না। মালাইকা-অর্জুনের গুঞ্জনে সম্প্রতি সিলমোহর দিলেন অর্জুন কাপুর। গত সোমবার শিবাজি পার্কে রাজনীতিবিদ রাজ ঠাকরের দীপাবলি পার্টিতে গিয়েছিল ‘সিংহাম অ্যাগেইন’ টিম।