বিনোদন ডেস্ক
কয়েক দিন আগেই বলিউডের ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘গদর ২’, ‘কেরালা স্টোরি’র মতো সিনেমাকে ‘বিরক্তিকর’ বলে মন্তব্য করেছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বলিউডের একাংশের কঠোর নিন্দার মুখে পড়তে হয়েছিল তাঁকে। আর এখন অভিনেতা জানালেন, তিনি এসএস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’ ও আল্লু অর্জুনের ‘পুষ্পা’ দেখার চেষ্টা করেছিলেন, কিন্তু পর্দার সামনে বসে থাকতে পারেননি!
‘আরআরআর’ ও ‘পুষ্পা’ সম্পর্কে কথা বলতে গিয়ে নাসিরুদ্দিন বলেন, ‘রোমাঞ্চ ছাড়া ওই সিনেমাগুলোতে আপনি আর কীই-বা পাবেন আমি কল্পনাও করতে পারি না।’ এর পরই তিনি জানিয়েছেন ‘আরআরআর’ ও ‘পুষ্পা’ দেখার চেষ্টা করেছিলেন, কিন্তু দেখতে পারেননি।
তবে পরিচালক মণিরত্নমের পন্নিয়িন সেলভান দেখেছেন। নাসিরের মতে, ‘মণিরত্নম খুব দক্ষ একজন চলচ্চিত্র নির্মাতা। আর সবচেয়ে বড় কথা, তাঁর কোনো এজেন্ডা নেই।’
ফেব্রুয়ারির শুরুতে নাসিরুদ্দিনকে এক সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছিল তামিল, কন্নড়, মালায়লাম, তেলুগু ইন্ডাস্ট্রি থেকে যে সিনেমাগুলো তৈরি হচ্ছে, তা হিন্দি সিনেমা থেকে অনেক বেশি মৌলিক। দক্ষিণের চলচ্চিত্রগুলোর গল্প বোকা বোকা হতে পারে, তবে সেগুলোর সম্পাদনা বরাবরই ত্রুটিহীন।