হোম > বিনোদন > বলিউড

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ভিডিও ৮০ কোটি রুপিতে কিনছে আমাজন!

বিনোদন ডেস্ক

বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের খবর এতক্ষণে সবাই জেনে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই বিয়ের ছবি পোস্ট করে ভক্তদের ভালোবাসা কুড়িয়েছেন। তবে এই তারকা জুটির আরও ছবি-ভিডিও দেখতে হলে গাঁটের পয়সা খরচ করতে হবে। এতে আপনার পয়সা উসুল হতেও পারে, আবার না-ও হতে পারে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের কাছে বিয়ের সব ছবি ও ভিডিও বিক্রি করেছেন কিয়ারা-সিদ্ধার্থ। 

ভারতীয় সংবাদমাধ্যম জুম জানায়, যারা সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনার ভিডিও ও ছবির জন্য অপেক্ষা করছেন, আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এই নবদম্পতি তাঁদের বিয়ের সব অনুষ্ঠানের ছবি ও ভিডিও স্বত্ব ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের কাছে বিক্রি করেছেন। ‘বলিউড ওয়েডিংস সিরিজ’ শিরোনামে খুব শিগগিরই এটি মুক্তি দেবে আমাজন প্রাইম। আনুমানিক ৮০ কোটি রুপিতে এটি বিক্রি হওয়ার কথা শোনা যাচ্ছে। 

যদিও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সিদ্ধার্থ ও কিয়ারার কাছ থেকে। তাই এখন দেখার পালা এটি শুধুই কি গুঞ্জন, নাকি এমন কিছুই আসছে। 

ভারতের রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে পাঞ্জাবি রীতি-রেওয়াজ মেনে গত মঙ্গলবার সাতপাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। কিয়ারার পরনে ছিল আইভরি রঙের লেহেঙ্গা ও সবুজ পান্নার গয়না। আইভরি রঙের শেরওয়ানি ও মাথায় পাগড়ি বেঁধে ঘোড়ায় চড়ে বিয়ের মণ্ডপে আসনে তখন সিদ্ধার্থ মালহোত্রা। এর পরদিন গত বুধবার জয়সালমির থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন তাঁরা। বিয়ের পর প্রথমবার বিমানবন্দরে দুজনে একেবারে সাদামাটা লুকে ধরা দেন। আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে তাঁদের আরেকটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন রয়েছে। বলিউডের তারকা থেকে শুরু করে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

সেকশন