বিনোদন ডেস্ক
বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের খবর এতক্ষণে সবাই জেনে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই বিয়ের ছবি পোস্ট করে ভক্তদের ভালোবাসা কুড়িয়েছেন। তবে এই তারকা জুটির আরও ছবি-ভিডিও দেখতে হলে গাঁটের পয়সা খরচ করতে হবে। এতে আপনার পয়সা উসুল হতেও পারে, আবার না-ও হতে পারে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের কাছে বিয়ের সব ছবি ও ভিডিও বিক্রি করেছেন কিয়ারা-সিদ্ধার্থ।
ভারতীয় সংবাদমাধ্যম জুম জানায়, যারা সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনার ভিডিও ও ছবির জন্য অপেক্ষা করছেন, আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এই নবদম্পতি তাঁদের বিয়ের সব অনুষ্ঠানের ছবি ও ভিডিও স্বত্ব ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের কাছে বিক্রি করেছেন। ‘বলিউড ওয়েডিংস সিরিজ’ শিরোনামে খুব শিগগিরই এটি মুক্তি দেবে আমাজন প্রাইম। আনুমানিক ৮০ কোটি রুপিতে এটি বিক্রি হওয়ার কথা শোনা যাচ্ছে।
যদিও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সিদ্ধার্থ ও কিয়ারার কাছ থেকে। তাই এখন দেখার পালা এটি শুধুই কি গুঞ্জন, নাকি এমন কিছুই আসছে।