অধিকাংশ ছবিতেই তাঁকে দৌড়াতে দেখেন দর্শক। বেশ জোরে দৌড়ান তিনি। সবাইকে পেছনে ফেলে দেন। তাই সব ছবিতে তাপসী পান্নুর দৌড়ানোর সিকোয়েন্স রাখেন পরিচালকেরা। ‘পিঙ্ক’ ছবিতে তাপসী দৌড়েছেন একেবারেই পেশাদার অ্যাথলেটদের মতো। ফিটনেস না থাকলে এত ভালো কেউ দৌড়াতে পারেন না। এ জন্য ছোটবেলা থেকেই অভ্যাস থাকতে হয়। যেমন তাপসীর ছিল। ছোটবেলা থেকেই তিনি দৌড়ানোয় এক নম্বর। স্কুল-কলেজে বহু দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন।
তাপসীর পরবর্তী ছবি ‘রেশমি রকেট’। ছবিটি জি ফাইভে আগামী ১৫ অক্টোবর মুক্তি পাবে। ভক্তরা অনেক দিন ধরেই ছবিটির জন্য অপেক্ষা করছেন। ছবিতে তাপসীকে দেখা যাবে একজন অ্যাথলেটের চরিত্রে। এত ভালো দৌড়াতে জেনেও ছবির শুটিংয়ে বিপাকেই পড়েছিলেন তিনি। তৃতীয় দিনের মাথায় ছবির শুটিং বন্ধ করে দিতে হয়। ফিট না থাকার কারণে প্রথম দিনের শুটিং শেষে ঠিকমতো হাঁটতেই পারছিলেন না তাপসী। ফের প্রস্তুতি নিতে শুরু করেন। নতুন করে ক্রীড়াবিদের কাছে প্রশিক্ষণ নেন। প্রতিদিন শরীরচর্চায় বিশেষ নজর দেন। ফলে বেড়েছে মাসল, পাল্টেছে শরীরের গড়ন; যা দেখে অনেকেই অবাক হয়েছেন।
তাপসীকে বলা হচ্ছে লম্বা রেসের ঘোড়া। কতজনই তো দক্ষিণ থেকে এলেন, আবার চলেও গেলেন। কিন্তু তাপসী একের পর এক নারীপ্রধান ছবিতে অভিনয় করে নিজেকে বলিউডের প্রথম সারির অভিনেত্রীর কাতারে নিয়ে এসেছেন। প্রযোজনা প্রতিষ্ঠানও খুলেছেন। নাম দিয়েছেন ‘আউটসাইডার ফিল্মস’।