হোম > বিনোদন > বলিউড

শঙ্কামুক্ত সায়রা বানু

বিনোদন ডেস্ক

অসুস্থ হয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু। হাসপাতাল সূত্রে ভারতীয় গণমাধ্যম বলছে, ৭৭ বছরের এই অভিনেত্রীর হৃদরোগ ধরা পড়েছে। চিকিৎসকেরা তাঁকে এনজিওগ্রাম করার পরামর্শ দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমে এর আগে চাওর হয়েছিল দিলীপ কুমারের মৃত্যুর পর থেকে হতাশায় ভুগছেন সায়রা বানু।

ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে চিকিৎসক নীতিন গোখলে সায়রা বানুর শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কোনও রকমের হতাশার সঙ্গে লড়াই করছেন না সায়রা বানু। এমনকি কোনও রকমের কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়নি। তাছাড়া তিনি আমাদের চিকিৎসা দিতে সর্বাত্মক সহযোগিতা করছেন’।

চিকিৎসক আরও বলেন, ‘শেষবার যখন আমি এনজিওগ্রাফির কথা বলেছিলাম, তিনি তাতে সায় দিয়েছেন। তবে তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণ হলে তখন করা হবে। তাহলে এড়িয়ে যাওয়ার বা না বলার প্রশ্ন কোথায় এখানে?’ ভারতীয় কয়েকটি গণমাধ্যম বলছিল, দিলীপ কুমার মারা যাওয়ার পর ঠিকমতো ওষুধ সেবন করছিলেন না। শারীরিকভাবে এজন্যই ভীষণ ভেঙে পড়েন। এমনকি হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসায় বাধা দিচ্ছেন বলে গণমাধ্যমে প্রকাশ হয়।

চিকিৎসক গোখলে আরও জানিয়েছেন, আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তরিত করা হয়েছে সায়রা বানুকে। তিনি বলেন, ‘আগের থেকে অনেক ভাল আছেন, সুস্থ আছেন’।

সাইফ আলীকে ছুরিকাঘাত, কী বললেন কারিনার প্রাক্তন শাহিদ কাপুর

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

সেকশন