বিনোদন ডেস্ক
অসুস্থ হয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু। হাসপাতাল সূত্রে ভারতীয় গণমাধ্যম বলছে, ৭৭ বছরের এই অভিনেত্রীর হৃদরোগ ধরা পড়েছে। চিকিৎসকেরা তাঁকে এনজিওগ্রাম করার পরামর্শ দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমে এর আগে চাওর হয়েছিল দিলীপ কুমারের মৃত্যুর পর থেকে হতাশায় ভুগছেন সায়রা বানু।
ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে চিকিৎসক নীতিন গোখলে সায়রা বানুর শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কোনও রকমের হতাশার সঙ্গে লড়াই করছেন না সায়রা বানু। এমনকি কোনও রকমের কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়নি। তাছাড়া তিনি আমাদের চিকিৎসা দিতে সর্বাত্মক সহযোগিতা করছেন’।
চিকিৎসক আরও বলেন, ‘শেষবার যখন আমি এনজিওগ্রাফির কথা বলেছিলাম, তিনি তাতে সায় দিয়েছেন। তবে তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণ হলে তখন করা হবে। তাহলে এড়িয়ে যাওয়ার বা না বলার প্রশ্ন কোথায় এখানে?’ ভারতীয় কয়েকটি গণমাধ্যম বলছিল, দিলীপ কুমার মারা যাওয়ার পর ঠিকমতো ওষুধ সেবন করছিলেন না। শারীরিকভাবে এজন্যই ভীষণ ভেঙে পড়েন। এমনকি হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসায় বাধা দিচ্ছেন বলে গণমাধ্যমে প্রকাশ হয়।
চিকিৎসক গোখলে আরও জানিয়েছেন, আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তরিত করা হয়েছে সায়রা বানুকে। তিনি বলেন, ‘আগের থেকে অনেক ভাল আছেন, সুস্থ আছেন’।