Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

অমিতাভের নাতির সঙ্গে শাহরুখকন্যার প্রেমের গুঞ্জন জোরালো

অমিতাভের নাতির সঙ্গে শাহরুখকন্যার প্রেমের গুঞ্জন জোরালো

পার্টিতে ব্যস্ত শাহরুখকন্যা সুহানা খান, সঙ্গে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে লন্ডনের এক নাইট ক্লাবে একান্তে সময় কাটাতে দেখা গেল সুহানা-অগস্ত্যকে। আর এতেই তাঁদের প্রেমের গুঞ্জন হলো আরও জোরালো।

আসলে বন্ধু এমভিএম এন্টারটেইনমেন্টের অন্যতম কর্ণধার বেদান্ত মহাজনের পার্টিতে গিয়েছিলেন সুহানা-অগস্ত্য। সোশ্যাল মিডিয়ায় দুজনের সঙ্গে আলাদা করে ছবিও দিয়েছেন বেদান্ত।

অন্যদিকে অজয় দেবগণ-কাজলের মেয়ে নিশা দেবগণও পার্টিতে ছিলেন বলে শোনা যাচ্ছে। বেদান্ত-নিশার সম্পর্কের গুঞ্জনও অনেক দিনের। তবে এই পার্টির আলোচ্য জুটি সুহানা-অগস্ত্য।

জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন অগস্ত্য-সুহানা। তখন থেকেই ইন্ডাস্ট্রির নানা পার্টিতে একসঙ্গে দেখা যায় তাঁদের। অগস্ত্যের জন্মদিনের পার্টিতেও উপস্থিত ছিলেন সুহানা।

সুহানা খান। ছবি: সংগৃহীতউল্লেখ্য, সুহানাকে সামনে দেখা যাবে সুজয় ঘোষের পরিচালনায় ‘কিং’ সিনেমায়। এ সিনেমায় থাকছেন শাহরুখ খানও। অন্যদিকে, অগস্ত্যের পরের সিনেমা ‘ইক্কিস’। শ্রীরাম রাঘবন পরিচালিত এই সিনেমায় পরমবীর চক্র প্রাপক অরুণ ক্ষেত্রপালের চরিত্রে দেখা যাবে তাঁকে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্রকে।

আগ্রহ বাড়াল সিকান্দারের বাদ দেওয়া দৃশ্য

নিজের নামে মন্দিরের দাবি, ঊর্বশীকে নিয়ে সমালোচনার ঝড়

সংগীতে প্রযুক্তির ব্যবহার নিয়ে সতর্ক করলেন এ আর রাহমান

গুজরাট থেকে সালমানকে হুমকিদাতা যুবক আটক

শাহরুখ–সালমানরা কি নামাজ–রোজা করেন, যা জানালেন ফারাহ খান

আমি আর নেহা কাক্কারের বোন নই, সোনুর পোস্ট

কৃষ ফোরে হৃতিকের সঙ্গে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডে যে অভিনেত্রীদের একাধিক প্রেম হলো, বিয়েথা করলেন না

মারা গেছেন বলিউড অভিনেতা মনোজ কুমার

বাধার মুখে ফাওয়াদ-বাণীর ‘আবীর গুলাল’