আরতি বাগদির ‘আবীর গুলাল’ দিয়ে ৯ বছর পর বলিউড সিনেমায় অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। সিনেমায় একজন শেফের চরিত্রে অভিনয় করেছেন ফাওয়াদ। এতে তাঁর বিপরীতে আছেন বাণী কাপুর। আগামী ৯ মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। তবে মুক্তির আগেই বাধার মুখে পড়েছে ফাওয়াদ খান ও বাণী কাপুরের আবীর গুলাল। পাকিস্তানি অভিনেতার সিনেমাটি মুক্তি পেলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল।
১ এপ্রিল মুক্তি পেয়েছে আবীর গুলাল সিনেমার টিজার। এরপরেই মহারাষ্ট্রে সিনেমাটি রিলিজ নিয়ে আপত্তি জানিয়েছে শিবসেনা, রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনাসহ একাধিক রাজনৈতিক দল। পাকিস্তানি কোনো শিল্পীর সিনেমা মহারাষ্ট্রে তো বটেই, ভারতের কোথাও মুক্তি পেতে দেওয়া উচিত নয় বলে জানিয়েছে তারা। মুক্তি পেলে আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানানো হয়েছে। গত বছর ভারতে মুক্তির কথা থাকলেও রাজনৈতিক আপত্তির কারণে শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি ফাওয়াদের ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমাটি।
একসময় পাকিস্তানের নায়ক-নায়িকা থেকে শুরু করে সংগীতশিল্পীরা ভারতে এসে কাজ করতেন। ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের শিল্পীদের ওপর ভারতে নিষেধাজ্ঞা জারি হয়।