চতুর্থবারের মতো বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। গতকাল শনিবার তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস ইনস্টাগ্রামে বেবিবাম্পের ছবি পোস্ট করেন। এর পরপরই শুভেচ্ছায় ভেসেছেন এই জুটি।
বেবিবাম্পের ছবি পোস্ট করে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস লিখেছেন, ‘বাস্তব নাকি এআই?’ অর্জুন রামপালের বান্ধবী নিজেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে সংশয় তৈরি করে দিয়েছেন। যদিও তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তারকা থেকে নেটিজেনরা।
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে সম্পর্কে আছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। গ্যাব্রিয়েলার সম্পর্কের কারণেই মেহর জেসিয়ার সঙ্গে প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন অর্জুন। এর ঠিক পরপরই অর্জুন ও গ্যাব্রিয়েলার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান অ্যারিক, যার বর্তমান বয়স ৩ বছর। যদিও তাঁদের আইনি বিয়ে হয়নি। প্রথম স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গেও মায়রা ও মাহিকা নামে দুই কন্যাসন্তান রয়েছে অর্জুনের।