হোম > বিনোদন > বলিউড

বিদ্যা বালান নাকি মাধুরী মঞ্জুলিকা কে

বিনোদন ডেস্ক

২০০৭ সালে মুক্তি পাওয়া ভুল ভুলাইয়া সিনেমায় মঞ্জুলিকা নামের প্রেত্মাতার চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন বিদ্যা বালান। ২০২২ সালে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায় না থাকলেও ১৭ বছর পর আবারও মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা। গতকাল ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার ট্রেলারে সবাইকে চমকে দিয়ে বিদ্যার পাশাপাশি নিজেকে মঞ্জুলিকা দাবি করলেন মাধুরী দীক্ষিত। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে দুজনকে লড়তেও দেখা গেল।

গত মাসে প্রকাশিত টিজারে বিদ্যা বলেছিলেন, তাঁর সিংহাসন দিয়ে দেওয়া হয়েছে অন্যজনকে। সেটাই স্পষ্ট হলো প্রায় চার মিনিটের ট্রেলারে। দেখা গেল সিংহাসন দখলের যুদ্ধে কীভাবে অভিশপ্ত হয়ে রয়েছে রক্তঘাটের রাজপরিবার। এর মাঝেই বিদ্যা বালান চিৎকার করে বলেন, ‘আমি মঞ্জুলিকা’। ভূত তাড়াতে হাজির হয় রুহ বাবা। এরপর আসে টুইস্ট। বলা হয়, রুহ বাবা এই রাজ্যের রাজকুমার। আর রাজপরিবারের অভিশপ্ত দরজা খুলতেই ফিরে আসে মঞ্জুলিকা। তবে বিদ্যা নয়, মঞ্জুলিকারূপে হাজির হন মাধুরী দীক্ষিত। বিদ্যাও আসেন নিজের সিংহাসন ফিরে পেতে। ফ্ল্য়াশব্যাকে আসে পুরোনো রাজদরবার। সেখানে মাধুরী-বিদ্যার নাচের যুগলবন্দী। পরে আবার দুজনে চুলের মুঠি ধরে মারামারিও করছেন। ট্রেলারের শেষ দিকে হাসতে হাসতে দুজনে একসঙ্গে রুহ বাবাকে বলছেন, ‘আমাদের মধ্যে কে মঞ্জুলিকা, এটাই চিন্তা করছ তো?’ মঞ্জুলিকা আসলে কে? সিনেমা দেখার সময় এই প্রশ্ন দর্শকের মনেও উঁকি দেবে।

এবারও রুহ বাবার চরিত্রে আছেন কার্তিক আরিয়ান। সঙ্গে আছেন তৃপ্তি দিমরি। দুজনের রোমান্টিক দৃশ্যও আছে ট্রেলারে। পাশাপাশি দারুণ কমেডিরও ইঙ্গিত পাওয়া গেল আনিস বাজমি পরিচালিত এ সিনেমায়। আরও অভিনয় করেছেন রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, কাঞ্চন মল্লিক, মনীশ ভাদওয়ার প্রমুখ। ভুল ভুলাইয়া ৩ মুক্তি পাবে আগামী ১ নভেম্বর।

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

সেকশন