বলিউডের ‘মিস্টার ইন্ডিয়া’ অনিল কাপুর। ১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর ভারতের মুম্বাইয়ের চেম্বুরে তাঁর জন্ম। আজ শনিবার (২৪ ডিসেম্বর) ৬৬ বছরে পা দিলেন তিনি। কিন্তু এই বয়সেও অনিল যেন তরুণ। নতুনদের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
আজ জন্মদিন উপলক্ষে সকাল থেকেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলগুলো। কোথা থেকে তিনি এই বয়সে এত এনার্জি পান তা নিয়ে আগ্রহের যেন শেষ নেই ভক্তদের।
সোশ্যাল মিডিয়ায় অনিলকে শুভেচ্ছায় ভাসিয়েছেন স্ত্রী সুনীতা কাপুর। তিনি লিখেন, ‘আমার চমৎকার স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা। তিনি তাঁর কঠোর পরিশ্রম, প্রতিভা, সংবেদনশীলতা, বুদ্ধিমত্তা এবং আবেগ দিয়ে আমাকে বিস্মিত করেন এখনো। তুমি যা কিছু করো তার জন্য তোমাকে অনেক ভালোবাসি, তুমিই আমাদের জীবনকে এত আনন্দিত করে তোলো। তুমি আমার স্বামী, আমার সেরা বন্ধু এবং আমার জীবনের আলো...সর্বকালের সেরা বছর কাটুক। তোমাকে অনেক ভালোবাসি।’
বলিউডে জ্যেষ্ঠ অভিনেতাদের তালিকায় পড়লেও এখনো তিনি যেন তরুণ অভিনেতাদের হার মানাতে প্রস্তুত। গতকাল রাত থেকেই ৬৬তম জন্মদিনের আনন্দে মেতেছেন মিস্টার ইন্ডিয়া। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে জন্মদিন উদ্যাপন করছেন তিনি।