আজ বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্মদিন। ৩৬ বছর বয়সে পা দিয়েই অভিনেত্রী দিলেন বড় ঘোষণা। প্রকাশ্যে আনলেন সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে নিজের ঘনিষ্ঠ ছবি।
তবে সিদ্ধান্তের সঙ্গে দীপিকার ঠোঁটে ঠোঁট রাখার ছবিগুলো বাস্তবের নয়, চলচ্চিত্রের দৃশ্যের। প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনের পক্ষ থেকে দীপিকার জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হলো আগামী ছবি ‘গেহরাইয়া’র একগুচ্ছ নতুন পোস্টার। সঙ্গে জানিয়ে দেওয়া হলো ‘গেহরাইয়া’ মুক্তির তারিখও।
এর আগে ঘোষণা করা হয়েছিল, ২৫ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাবে ‘গেহরাইয়া’। তবে আজ জানানো হলো, ছবিটি দেখতে আরও কয়েকদিন ধৈর্য ধরতে হবে। ‘গেহরাইয়া’ মুক্তির নতুন তারিখ ১১ ফেব্রুয়ারি।